একদিনে বিএনপির ১৯৯ নেতাকর্মীর সাজা

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-11-23 20:53:37

রাজধানীর চার থানায় নাশকতা, পুলিশের কাজে বাধা দেওয়া, ভাঙচুর ও দাঙ্গা-হাঙ্গমায় পৃথক ৪ মামলায় বিএনপির ১৯৯ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ঢাকার পৃথক চার আদালত। সাজাপ্রাপ্তদের মধ্যে আছেন, যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, সাবেক ওয়ার্ড কমিশনার হাজী আলতাফ হোসেন, মোশারফ হোসেন ওরফে কালা খোকন, উত্তরা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীরসহ প্রমুখ।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে ঢাকার মহানগর বিশেষ ট্রাইবুনাল-১০ এর বিচারক মো. মামুনুর রহমানের আদালত রাজধানীর কোতোয়ালি থানায় করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারসহ ১২ জনকে সাত বছরের কারাদণ্ড দেন। ছাত্রদল দক্ষিণের যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন আনোয়ারসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন।

সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর আতাউর রহমান এ তথ্য জানান।

২০১৫ সালের ৮ মার্চ কোতয়ালি থানাধীন বাবুবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় আসামিরা বিএনপির হরতাল সফল কর‍তে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে রিকশাচালক কামাল হোসেন আহত হন। এ ঘটনায় কোতয়ালী থানার সাব-ইন্সপেক্টর মনিরুজ্জামান ১৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হকের আদালত উত্তরা পূর্ব থানার এক নাশকতার মামলায় উত্তরা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীরসহ ৭৫ আসামিকে আড়াই বছর করে কারাদণ্ড প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম। নাশকতার অভিযোগে ২০১৩ সালের নভেম্বরে রাজধানীর উত্তরা পূর্ব থানায় মামলা করে পুলিশ।

রাজধানীর লালবাগ থানার নাশকতার এক মামলায় বিএনপির ৫০ নেতাকর্মীকে তিন বছর ৩ মাস করে কারাদণ্ডের রায় ঘোষণা করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত। সাজাপ্রাপ্তরা হলেন- সাবেক ওয়ার্ড কমিশনার হাজী আলতাফ হোসেন ও মোশারফ হোসেন ওরফে কালা খোকন, জামালুর রহমান চৌধুরী, শফিউদ্দিন আহমেদ সেন্টু, মো. সাইদুল ইসলাম প্রমুখ বিএনপি নেতাকর্মী। আসামি পক্ষের আইনজীবী রফিকুল ইসলাম খান সাজার বিষয়টি নিশ্চিত করেন। ২০১৩ সালের নভেম্বর মাসে নাশকতার অভিযোগে পুলিশ লালবাগ থানায় মামলাটি দায়ের করে।

রাজধানীর বংশাল থানায় পুলিশের কর্তব্য কাজে বাধা, দাঙ্গার অভিযোগের মামলায় বিএনপির ৬২ নেতাকর্মীকে পৃথক দুই ধারায় সাড়ে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- লতিফ উল্লাহ ফারুক, তাইজুদ্দিন ওরফে লম্বা তাইজু, আঃ রহমান ওরফে বোমা রহমান, জহিরুল ইসলাম তুষার ওরফে কালা, মো.রকি। ২০১৮ সালের সেপ্টেম্বরে বংশাল এলাকায় নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করে পুলিশ।

এ সম্পর্কিত আরও খবর