শিশু গৃহকর্মী হত্যা: আদালতে দোষ স্বীকার গৃহকর্ত্রীর

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-03 19:19:12

রাজধানীর কলাবাগানের একটি বাসায় আট বছর বয়সী এক গৃহকর্মীর মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় গৃহকর্ত্রী সাথী পারভীন ডলি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

রোববার (৩ সেপ্টেম্বর) বিকেলে মামলাটির তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার সাব-ইন্সপেক্টর জয়নুল আবেদীন আসামিকে আদালতে হাজির করে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালত আসামির জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ২৬ আগস্ট কলাবাগানের সেন্ট্রাল রোডের ৭৭ নম্বর ভবনের দ্বিতীয় তলায় ফ্ল্যাট থেকে গৃহকর্মী হেনার মরদেহ উদ্ধার করে পুলিশ। হেনা ওই বাসায় কাজ করতেন।

পুলিশের ধারণা, ২৫ আগস্ট হেনাকে নির্যাতন করে হত্যার পর পালিয়ে যান ডলি। পরদিন সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির মালিক সোসাইটির লোকজন নিয়ে ভবনটির দ্বিতীয় তলার ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতর থেকে গৃহকর্মী হেনার মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ০২ সেপ্টেম্বর যশোর থেকে সাথীকে গ্রেফতার করে পুলিশ।

এ সম্পর্কিত আরও খবর