নারায়নগঞ্জে বিপুল পরিমাণ নকল সিগারেট ও ব্যান্ডরোল জব্দ

, আইন-আদালত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম নারায়নগঞ্জ | 2023-09-03 11:39:55

নারায়ণগঞ্জে রয়েল টোব্যাকোয় সিগারেট অভিযান চালিয়ে ২০ লাখ শলাকা অবৈধ সিগারেট ও ২০ লাখ পিস নকল ব্যান্ডরোল উদ্ধার করেছে র্যাব

শনিবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ র্যাব ১১ এর একটি দল অভিযান চালায়।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট ৪ জনকে ১৫ দিনের জেল দেয়। জব্দ করা নকল ব্যান্ডরোল সংযুক্ত অবৈধ সিগারেট ধ্বংস করেন।

দীর্ঘদিন ধরে নকল ব্যান্ডরোল ব্যবহার করে অবৈধভাবে সিগারেট উৎপাদন ও বাজারজাত করে অসছিলো রয়েল টোব্যাকো। সরকার নির্ধারিত সিগারেটের সর্বনিম্ন মূল্য ৪৫ টাকা হলেও তারা ১৫-২০ টাকা প্যাকেট সিগারেট বিক্রি করেছিলো। অথচ সিগারেটের প্যাকেট প্রতি সরকারের ৩০ টাকা রাজস্ব পাওয়ার কথা ।

লাল তালিকাভুক্ত শিল্প প্রতিষ্ঠান হিসেবে সিগারেট ফ্যাক্টরি চালুর পূর্বেই পরিবেশ ছাড়পত্র নেয়া বাধ্য বাধকতা থাকলেও রয়াল টোব্যাকোর তাও ছিলো না।

অভিযানে ভোক্তা অধিদপ্তরের নারায়ণগঞ্জের কর্মকর্তা সেলিমুজ্জামানও উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর