ধর্ষণ মামলায় এসআই শরিফুল কারাগারে

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 08:50:18

ধর্ষণের অভিযোগে দায়ের করা এক মামলায় পুলিশের উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১৪ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এ আত্মসমর্পণ করে জামিন চান তিনি।

শুনানি শেষে বিচারক বেগম মাফরোজা পারভীনের আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

উপপরিদর্শক শরিফুল সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত আছেন।

২০২২ সালের ২৮ আগস্ট ধর্ষণের অভিযোগ এনে মামলাটি দায়ের করেছিলেন ভুক্তভোগী এক নারী। আদালত মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ( সিআইডি) কে তদন্তের নির্দেশ দেন। সম্প্রতি সিআইডি ধর্ষণের ঘটনার সত্যতা পেয়েছে মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করে।

অভিযোগে বলা হয়, ২০২০ সালের জানুয়ারি মাসে এসআই শরিফুলের সাথে ভিকটিমের পরিচয় হয়। একই বছরের ১৩ নভেম্বর শরিফুল তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে বাদী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তিনি বিষয়টি এসআই শরিফুলকে জানালে ভিকটিমকে হাসপাতালে নিয়ে গর্ভপাত করায়। পরবর্তীতে শরিফুল তাকে বিয়ে করতে অস্বীকার করেন।

এ সম্পর্কিত আরও খবর