হিরো আলমের ওপর হামলা: রিমান্ডে ২, কারাগারে ৫ আসামি

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 19:20:34

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় দুই আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া আরও ৫ জনকে জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত এই আদেশ দেন।

মামলাটির তদন্ত কর্মকর্তা বনানী থানার সাব ইন্সপেক্টর মো. নুর উদ্দিন আসামিদের আদালতে হাজির করে আসামি ছানোয়ার কাজী ও বিপ্লব হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। এছাড়া অপর ৫ আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন।

কারাগারে যাওয়া পাঁচ আসামি হলেন, মাহমুদুল হাসান, মোজাহিদ খান, মো. আশিক সরকার, মো. হৃদয় শেখ, সোহেল মোল্লা।

গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম এবং তার ব্যক্তিগত সহকারী পরান সরকারসহ প্রতিনিধি রাজীব খন্দকার, মো. রনি, মো. আল-আমিনসহ অনেকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করতে থাকেন।

বিকেল সাড়ে ৩টায় তিনি বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরিদর্শনের জন্য গেলে ৩টা ৪০ মিনিটের দিকে কেন্দ্র থেকে বের হওয়ার সময় অজ্ঞাতনামা ১৫-২০ জন হিরো আলমকে হত্যার উদ্দেশ্যে মারধর করেন।

ওই ঘটনায় হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ এই মামলাটি দায়ের করেন।

এ সম্পর্কিত আরও খবর