দুই হাজার কোটি টাকা পাচারে ৪৭ জনের বিরুদ্ধে চার্জশিট

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 04:06:13

দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে ফরিদপুর শহর আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলসহ ৪৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে সিআইডি।

আগামী ৫ জুলাই মামলাটির পরবর্তী কার্যক্রমের জন্য দিন ধার্য আছে।

রোববার (২৫ জুন) আদালতসূত্রে চার্জশিট দাখিলের বিষয়টি জানা যায়। ২২ জুন এ চার্জশিট দাখিল করা হয়।

রুবেল, বরকত ছাড়াও মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশারফ হোসেনের আপন ভাই খন্দকার মোহতেশাম বাবর, তার এপিএস সত্যজিৎ মুখার্জী, ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান প্রমুখ।

২০২১ সালের ৩ মার্চ সিআইডির সহকারী পুলিশ কমিশনার (এএসপি) উত্তম কুমার সাহা ১০ জনকে অভিযুক্ত করে মামলাটিতে চার্জশিট দিয়েছিলেন। কিন্তু ওই বছরের ১ সেপ্টেম্বর মামলাটি চার্জ শুনানির সময় মামলাটিতে কিছু অসংগতি দেখতে পাওয়ায় আদালত স্বতঃপ্রণোদিতভাবে সিআইডিকে পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছিলেন।

২০২০ সালের ২৬ জুন সিআইডির পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ আসামি বরকত ও রুবেলের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় এ মামলা দায়ের করেছিলেন।

এ সম্পর্কিত আরও খবর