তারেক-জোবায়দার মামলায় আরও ২ জনের সাক্ষ্য

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 01:36:24

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আরও ২ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।

সাক্ষীরা হলেন, ঢাকা ব্যাংকের বনানী শাখার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আফতাব আহমেদ চৌধুরী ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার .লায়লা জাকারিয়া।

বুধবার (২১জুন) বিকেলে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালত তাদের সাক্ষ্য গ্রহন করেন। পরবর্তূ সাক্ষ্য গ্রহনের জন্য ৯ জুলাই দিন ধার্য করা হয়েছে।

মামলাটিতে এখন পর্যন্ত ৫৬ সাক্ষীর মধ্যে ৩১ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

গত ১৩ এপ্রিল তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

তাদের বিরুদ্ধে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এ মামলা করে দুদক। মামলায় তারেক রহমান, জোবায়দা রহমান ও তার মা অর্থাৎ তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়।

 

এ সম্পর্কিত আরও খবর