ডিআইজি মিজানের ১৪ বছরের কারাদণ্ড

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 11:40:38

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাময়িক বরখাস্ত পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের ১৪ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২১ জুন) বিকাল পৌনে ৩টায় ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর মঞ্জুরুল ইমামের আদালত এই রায় ঘোষণা করেন।

আসামি মিজানকে দুর্নীতি দমন আইন মানি লন্ডারিং আইনের পৃথক ৩ ধারায় ১৪ বছর ও স্ত্রী, ভাই, ভাগ্নেকে উক্ত দুই আইনের একই ধারায় ৭ বছর কারাদন্ড দেওয়া হয়েছে। তবে সকল সাজা একই সাথে কার্যকর হওয়ায় মিজানকে সর্বোচ্চ ৬ বছর ও বাকী ৩ আসামিদের ৪ বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে।

ডিআইজি মিজানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তার ছোট ভাই মাহবুবুর রহমান ও ভাগ্নে মাহমুদুল হাসান জামিনে থেকে আদালতে উপস্থিত ছিলেন। তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না পলাতক আছেন।

গত ১৪ মে মামলায় আত্মপক্ষ সমর্থন করে ডিআইজি মিজান, তার ছোট ভাই মাহবুবুর রহমান ও ভাগ্নে মাহমুদুল হাসান নিজেদের নির্দোষ দাবি করেছিলেন।

রায় ঘোষনার আগে মামলার ৩৩ জন সাক্ষীর মধ্যে ২৭ জনের সাক্ষ্য নেয়া হয়েছে।

২০২১ সালের ৩০ জানুয়ারি দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৩ কোটি ৭ লাখ ৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০১৯ সালের ২৪ জুন দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

এ সম্পর্কিত আরও খবর