ঢাকার আদালতে ব্যারিস্টার মইনুল

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 03:56:40

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার চার্জশিটের গ্রহণযোগ্যতা শুনানিতে ব্যারিস্টার মইনুল হোসেনকে ঢাকার আদালতে আনা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুর ২ টায় তাকে ঢাকার সাইবার ট্রাইবুনালে হাজির করা হয়।

অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন মইনুলের পক্ষে শুনানি করেন।

গত ২৪ অক্টোবর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য সুমনা আক্তার লিলি বাদী হয়ে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করেছিলেন।

ওইদিন সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস্ সামছ জগলুল হোসেন মামলাটি এজাহার হিসাবে গ্রহণ করতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছিলেন।

সাংবাদিক মাসুদা ভাট্টিকে টিভি টকশোতে কটূক্তি করায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ইতোমধ্যে ঠাকুরগাঁও, রংপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, ময়মনসিংহসহ বেশ কয়েকটি স্থানে মামলা দায়ের করা হয়।

এ সম্পর্কিত আরও খবর