প্রেমের ফাঁদ পেতে প্রতারণা, পুলিশ পরিদর্শকের স্ত্রী রিমান্ডে

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-09-01 16:30:33

রংপুরে প্রেমের ফাঁদে ফেলে একাধিক ব্যক্তিকে ব্লাকমেইলের ঘটনায় গ্রেফতার পুলিশ পরিদর্শকের স্ত্রী কানিজ ফাতেমার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই মজনু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, দুপুরে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতের বিচারক রাজু আহম্মেদ শুনানি শেষে এ আদেশ দেন।

এসআই মজনু মিয়া বলেন, দুপুরে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে আসামি কানিজ ফাতেমাকে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। দুই পক্ষের শুনানি শেষে বিজ্ঞ বিচারক দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, প্রেমের ফাঁদে ফেলে মানুষকে জিম্মি করে টাকা আদায় ও টর্চারসেলে নির্যাতনের অভিযোগে গত ৪ জানুয়ারি রাতে নগরীর গ্র্যান্ড হোটেল মোড় এলাকার বাড়ি থেকে শাহারুখ করিম অনিক (৩৪) ও তার স্ত্রী আসমানী আক্তারকে (২৪) আটক করে র‌্যাব। এ ঘটনায় রংপুর এক্সপ্রেসের ম্যানেজার আশরাফুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা। জবানবন্দিতে কানিজ ফাতিমার নাম উঠে আসে।

পরে নগরীর ঠিকাদার পাড়া এলাকার বিকন মোড়ের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কানিজ ফাতিমা (৩৬) পুলিশ সুপার কার্যালয়ের পরিদর্শক হাবিবুর রহমানের স্ত্রী।

এ সম্পর্কিত আরও খবর