হিফজুল কোরআন অ্যাওয়ার্ড প্রোগ্রাম অনুষ্ঠিত

ইসলামি খবর, ইসলাম

ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 20:27:35

তানযিমুল উম্মাহ ফাউন্ডেশনের ১০ম হিফজুল কোরআন অ্যাওয়ার্ড অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (১৮ মে) সকালে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অ্যাওয়ার্ড অনুষ্ঠান সম্পন্ন হয়।

তানযিমুল উম্মাহর দেশব্যাপী শাখাসমূহের ২৩৮ জন শিক্ষার্থীর কোরআনে কারিম হিফজ সমাপন উপলক্ষে আয়োজিত এই প্রোগ্রামে হাফেজ শিক্ষার্থী ও তাদের পিতা-মাতাদের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাইয়্যেদ কামাল উদ্দীন জাফরি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ, ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এ.বি.এম হিযবুল্লাহ, মিসবাহুল উলুম কামিল মাদরাসার প্রিন্সিপাল মুহাম্মাদ শাহজাহান আল মাদানি, তামিরুল মিল্লাত কামিল মাদরাসার প্রিন্সিপাল ড. মুফতি আবু ইউছুফ খান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি মুহিব্বুল্লাহ বাকী নদভি, কাওরান বাজার মসজিদের খতিব হাফেজ আতাউল্লাহ, ফুরফুরার পীর আব্দুল হাই সিদ্দিক মিশকাত, হাফেজ ড. হাসান মুহাম্মাদ মুঈনুদ্দীন ও সোবহানবাগ জামে মসজিদের খতিব শাহ ওয়ালী উল্লাহ।

অনুষ্ঠানে সবক গ্রহণকারী শিক্ষার্থীদের সবক প্রদান করেন হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি হাফেজ আব্দুল হক।

সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী চলা মনোমুগ্ধকর অনুষ্ঠানে শিশুদের কন্ঠে কোরআন তেলাওয়াত, আরবি, ইংরেজি, বাংলা বক্তৃতা, ইসলামি সংগীত, দেশাত্মবোধক গান ইত্যাদি পরিবেশনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযিমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল। স্বাগত বক্তব্য রাখেন তানযিমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে তানযিমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. আবুল বুরহান, মুহাম্মাদ আবদুল আলীম, সিনিয়র ডিরেক্টর আ. ন. মু রাশিদুল ইসলাম সায়েম, মুহাম্মাদ আসলাম মিয়া, ডিরেক্টর হাবীবুল্লাহ মুহাম্মাদ আল আমিনসহ তানযিমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত প্রতিষ্ঠানসমূহের শাখা প্রধান, অভিভাবক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর