হাফেজ, ইমাম ও মাদ্রাসার ছাত্রদের বিনামূল্যে কম্পিউটার শেখার সুযোগ

বিবিধ, ইসলাম

ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম | 2023-12-14 19:18:58

পবিত্র কোরআনের হাফেজ, মসজিদের ইমাম, মাদ্রাসার ছাত্র ও বেকার যুবকদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি। কম্পিউটার কোর্সে অফিস এপ্লিকেশন কোর্স, গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিংসহ প্রয়োজনীয় বিষয়ে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি থেকে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ ডিসেম্বর থেকে ইমাম প্রশিক্ষণ একাডেমির অধীনে দুই মাসব্যাপী হাফেজ, ইমাম, মাদ্রাসার ছাত্র ও বেকার যুবকদের কম্পিউটার প্রশিক্ষণের তৃতীয় কোর্স ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও দিনাজপুর কেন্দ্রে শুরু হবে। প্রশিক্ষণ শেষ হবে আগামী ২৩ ফেব্রুয়ারি।

প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহীদের ইমাম প্রশিক্ষণ একাডেমির কেন্দ্ৰসমূহে আবেদন করতে বলা হয়েছে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সরকারি সনদপত্র প্রদান করা হবে। ২৩ ডিসেম্বরে মধ্যে আগ্রহীদের স্বহস্তে লিখিত দরখাস্ত ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিতে হবে।

ভর্তির যোগ্যতা
ক. নূন্যতম দাখিল বা সমমান পরীক্ষায় পাশ। হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। তবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

খ. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে। যাদের নিজস্ব কম্পিউটার আছে ভর্তির ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

গ. শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপিসহ জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

ঘ. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনার কর্তৃক ইমামতির স্বপক্ষে প্রদত্ত প্রমাণপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। মাদ্রাসা ছাত্রদের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত প্রমাণপত্র জমা দিতে হবে।

ঙ. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং এক কপি স্ট্যাম্প সাইজের ছবি জমা দিতে হবে।

চ. কোনো প্রকার কোর্স ফি দিতে হবে না; তবে মনোনীত প্রার্থীকে নিবন্ধন ফি বাবদ পাঁচশত টাকা প্ৰদান করতে হবে।

ছ. ভর্তির সময় জামানত বাবদ এক হাজার টাকা জমা দিতে হবে, যা কোর্স সাফল্যজনকভাবে সম্পন্ন করার পর সনদপত্রের সঙ্গে ফেরত দেওয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর