ছত্তিসগড়ে মাওবাদী হামলায় ৯ জওয়ান নিহত

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ৩ | 2023-08-26 21:09:02

ভারতের বিজেপিশাসিত ছত্তিসগড়ে মাওবাদী হামলায় আধাসামরিক বাহিনী সিআরপিএফের ৯ জওয়ান নিহত ও ৬ জন আহত হয়েছেন। গণমাধ্যমের অন্য একটি সূত্রে প্রকাশ, কমপক্ষে ২৫ জওয়ান আহত হয়েছেন। আহতদের হেলিকপ্টারে করে রাইপুরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে মাওবাদী অধ্যুষিত সুকমা জেলায় ভয়াবহ ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণের ফলে ওই হতাহতের ঘটনা ঘটে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং ওই ঘটনার তীব্র নিন্দা করে নিহত জওয়ানদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। কর্মকর্তা সূত্রে প্রকাশ, মঙ্গলবার সকালে সিআরপিএফ জওয়ানরা ল্যান্ডমাইনরোধক গাড়িতে করে মাওবাদীদের সন্ধানে তল্লাশি অভিযানে যাওয়ার সময় ওই বিস্ফোরণ ঘটে। সকাল ৮টা নাগাদ সুকমা জেলায় মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। এসময় কোবরা বাহিনীর সদস্যদের পদক্ষেপে মাওবাদীরা পালিয়ে যায়। এরপর দুপুর সাড়ে বারোটা নাগাদ কিস্তরাম ও পালোডার মধ্যবর্তী জায়গায় বিস্ফোরণের ফলে ৯ সিআরপিএফ সদস্য নিহত হন। এর আগে গত ২ মার্চ ছত্তিসগড়ের বিজাপুর জেলার পূজারীকাঁকের এলাকায় সিআরপিএফের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১০ মাওবাদী নিহত হয়েছিলেন। আজকের হামলার ঘটনা তারই পাল্টা বলে মনে করা হচ্ছে। এক বছর আগে এ ধরণের হামলা চালিয়েছিল মাওবাদীরা। ২০১৭ সালের ১১ মার্চ সুকমা জেলায় মাওবাদীদের ভয়াবহ হামলায় সেসময় ১১ সিআরপিএফ সদস্য নিহত হয়েছিলেন। ২০১৭ সালের ২৪ এপ্রিল সুকমাতেই মাওবাদী হামলায় ২৫ সিআরপিএফ জওয়ান নিহত হয়েছিলেন।

এ সম্পর্কিত আরও খবর