ভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ সোমনাথ চট্টোপাধ্যায় ভেন্টিলেশনে

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 23:00:38

ভারতীয় লোকসভার সাবেক স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা সংকটাপন্ন। ভেন্টিলেশনে রাখা হয়েছে তাকে। কিডনি সমস্যায় নতুন করে অসুস্থ হয়ে পড়ায় শুক্রবার (১০ আগস্ট) তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি হতে থাকে। খবর এনডিটিভির।

জানা গেছে, ৮৯ বছর বয়সী এ রাজনীতিবিদের ফুসফুস ও শ্বাসনালীর সমস্যা রয়েছে। কিডনিও যথাযথভাবে কাজ করছে না। এজন্য ডায়ালাইসিস করা হচ্ছে। কিন্তু আগে পরিস্থিতি এতটা খারাপ ছিল না। প্রথম থেকেই শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। কিন্তু তখন ভেন্টিলেশনের প্রয়োজন হয়নি। শুক্রবার রাত থেকে তার অবস্থা খারাপ হতে শুরু করলে ভেন্টিলেশন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ভেন্টিলেশনে রাখা হলেও তাঁর অবস্থার খুব একটা উন্নতি হয়নি।

সোমনাথ চট্টোপাধ্যায়ের বার্ধক্যজনিত নানা সমস্যা রয়েছে। মাস খানেক আগেও তার সেরিব্রাল অ্যাটাকও হয়। এরপর থেকে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন তিনি। সম্প্রতি শ্বাসকষ্ট শুরু হয়।

উল্লেখ্য, দশ বার লোকসভার সদস্য নির্বাচিত হন সোমনাথ চট্টোপাধ্যায়। ভারতের সংসদীয় রাজনীতির ইতিহাসে অন্যতম চর্চিত এই ব্যক্তিত্ব দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতির বাইরে রয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর