ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ৯১ জনের প্রাণহানি

ভারত, আন্তর্জাতিক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 08:51:20

ইন্দোনেশিয়ার লমবোক দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৯১ জনের প্রাণহানি হয়েছে। আরো আহত হয়েছে কয়েকশ’ মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘর-বাড়ি ও স্থাপনা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৯। খবর বিবিসি।

স্থানীয় সময় রবিবার (৫ আগস্ট) সন্ধ্যায় ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হলেও দুই ঘন্টা পরে তা প্রত্যাহার করে নেয়া হয়।

নয়নাভিরাম সৈকত ও হাইকিং ট্রেইলের জন্য লমবক পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। গত সপ্তাহে একই অঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্পে ১৭ জনের প্রাণহানি ও দেড় শতাধিক মানুষ আহত হন।

এ সম্পর্কিত আরও খবর