বাতাসে করোনাভাইরাসের সংক্রমণ সম্ভব?

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 08:09:47

বাতাসে করোনাভাইরাসের সংক্রমণ সম্ভব বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। হাঁচি বা কাশির মধ্যে দিয়ে করোনার জীবাণু বাতাসে বেশ অনেকদূর পর্যন্ত ছড়িয়ে যেতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বাতাসে করোনাভাইরাস ছড়াতে পারে কি না তার জন্য প্রয়োজন সঠিক প্রমাণ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়, বিজ্ঞানীরা নতুন এক গবেষণায় করোনাভাইরাস বায়ুবাহিত বলে দাবি করেছেন। তারা এক ফোঁটা অ্যারোসোলের সঙ্গে তুলনা করে বলেন, ব্যাসরেখা অনুযায়ী ৫ মাইক্রোমিটারের চেয়ে কম পরিমাণ অ্যারোসোল বাতাসে ঘণ্টার পর ঘণ্টা ভেসে থাকতে পারে। সেখানে হাঁচি-কাশির মাধ্যমে ২ মিটার (৬ ফুট) পর্যন্ত এলাকায় এ ভাইরাস বিচরণ করতে পারে। যেভাবে নিঃশ্বাস নেবার সময় অ্যারোসোল আমাদের ফুসফুসে যেতে পারে ঠিক সেভাবেই এ ভাইরাস ক্ষতি করতে পারে।

এর আগে সোমবার ডব্লিউএইচও-এর অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্সের সহকারী মহাপরিচালক হানান বলেন, যদি হাঁচি-কাশির মধ্যে দিয়ে এ রোগের সংক্রমণ হতো তাহলে এর আগে আমরা প্রমাণ পেতাম। এটাকে কেবল উদাহরণ হিসেবে নেওয়া যেতে পারে। আমরা এমন লক্ষণ এখনও পর্যন্ত দেখিনি।

ইউএস ন্যাশনাল ইনস্টিটিউটের অ্যালার্জি ও সংক্রামক রোগের পরিচালক অ্যান্টনি ফাউসি বলেছেন, এ সম্ভাবনাটিকে একেবারে অস্বীকার করা যেতে পারে না। সাম্প্রতিক গবেষণায় বাতাসে সংক্রমণের কিছু সম্ভাবনা রয়েছে বলে প্রমাণও পাওয়া গেছে।

নেব্রাস্কা ইউনিভার্সিটির মেডিকেল সেন্টার ও স্ট্র্যাটেজিক রিসার্চ ইনস্টিটিউটের গবেষকরা জানিয়েছেন, করোনা শনাক্ত ১৩ জন রোগী থেকে মোট ১১ জনের কক্ষে বায়ুর নমুনা পরীক্ষা করে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। পাশাপাশি ল্যাবরেটরিগুলোতে করোনাভাইরাসের জিনগত উপাদানগুলো খুঁজে বের করতে কক্ষের অভ্যন্তর থেকে ৬৬ দশমিক ৭ শতাংশ ও কক্ষের বাইরে থেকে ৬৩ দশমিক ২ শতাংশ বায়ুর নমুনা পরীক্ষা করা হয়েছে। সেখানে রোগীর ২ মিটারের মধ্যে এ ভাইরাসের উপস্থিতি বেশি ছিল। সেখানে কক্ষের বাইরে এর উপস্থিতি তুলনামূলক কম ছিল। এ গবেষণা প্রকাশের আগ পর্যন্ত বলা হচ্ছিল বাতাস থেকে করোনাভাইরাস ছড়ানোর প্রমাণ এখনও পাওয়া যায় নি।

আরও পড়ুন- ক্লোরোকুইন ওষুধে কি করোনা নিরাময় সম্ভব?

করোনার ভ্যাকসিন আবিষ্কারে আশাবাদী গবেষকরা!

গরমে কমবে করোনার সংক্রমণ, দাবি মার্কিন গবেষকদের

করোনার চিকিৎসায় চার ওষুধ নিয়ে কাজ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

যুক্তরাষ্ট্রে ৪৫ মিনিটেই করোনা পরীক্ষার ফল!

কানাডা-যুক্তরাষ্ট্রে করোনা চিকিৎসায় ক্লোরোকুইন

বন্যপ্রাণীর অবাধ বাণিজ্য, ভয়াবহ মহামারির দ্বারপ্রান্তে বিশ্ব

নীল আকাশ বলে দিচ্ছে, ভারত কতটা দূষণমুক্ত

পৃথিবীর যেসব অঞ্চল এখনো করোনামুক্ত

ক্ষমতার অন্দরমহলে করোনার আধিপত্য!

 

এ সম্পর্কিত আরও খবর