উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে পাকিস্তানে আজ ভোট

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক,বার্তা২৪.কম | 2023-08-24 15:38:25

পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় সাধারণ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ বুধবার (২৫ জুলাই)।

সহিংসতা, ষড়যন্ত্র, হামলা ইত্যাদির মধ্যেও প্রায় ১০ কোটি (১০০ মিলিয়ন) নিবন্ধিত ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

নির্বাচনে পাকিস্তান পিপলস পার্টি, পাকিস্তান মুসলিম লীগ ও তেহরিক ই ইনসাফ দলের মধ্যে মূলত হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।

পাকিস্তানের আইনসভা দুই কক্ষ বিশিষ্ট। জাতীয় পরিষদে আসন সংখ্যা ২৭২ টি এবং চারটি প্রাদেশিক পরিষদের জন্য ৫৭৭ টি বরাদ্দ।

নির্বাচনে কম করে হলেও ৫০ টি ধর্মীয় ও রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।

এদিকে নির্বাচনে কারচুপি হতে পারে বলে পাকিস্তান জুড়ে গুজব ছড়িয়েছে।

পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) এবং তেহরিক ই ইনসাফ এর মধ্যেই মূলত প্রতিদ্বন্দ্বীতা।এছাড়া বেনজির ভুট্টার পিপিপিও নির্বাচনী দৌঁড়ে রয়েছে বলে ধরা হচ্ছে।

গ্যালাপ পাকিস্তান, থিংক ট্যাংক ও পালস নামের তিনটি গবেষণা সংস্থা জানিয়েছে, মূল লড়াই ইমরান খান বনাম নওয়াজের মধ্যে হবে

পাঞ্জাবে ৫১ শতাংশ সমর্থন পেয়ে মুসলিম লীগ এগিয়ে থাকলেও ৩৩ শতাংশ নিয়ে ইমরান একেবারে খারাপ নেই।

উত্তর পশ্চিমের খাইবার পাখতুখনওয়াতে ইমরানের পিটিয়াই এর ভীষণ জনপ্রিয়তা। এখানে প্রায় ৫৭ শতাংশ সমর্থন পাওয়া আশা করছে ইমরান খানের দল।

দক্ষিণ সিন্ধু প্রদেশে বিলাওয়াল ভুট্টো র পিপিপি ৪৪ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে আছে বলে জরিপ সংস্থাগুলো জানিয়েছে।

তবে নির্বাচনে সেনাবাহিনী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে।

পাক সেনারা ইমরান খানকে সমর্থন দিচ্ছে বলে গুঞ্জন চলছে।

এদিকে জঙ্গীরাও নির্বাচন বানচাল করতে হামলা করতে পারে বলে জানিয়েছে পাকিস্তানের কয়েকটি গণমাধ্যম।

এ সম্পর্কিত আরও খবর