ভারতের তিন হাজার জেলে ধাওয়া খেল শ্রীলঙ্কান নেভির!

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 11:24:13

ভারতের তিন হাজারের অধিক জেলেকে কাটছাটথেভু দ্বীপের কাছে তাড়া করার অভিযোগ উঠেছে শ্রীলঙ্কার নৌবাহিনীর বিরুদ্ধে। তামিলনাড়ু জেলে সমিতির নেতারা অভিযোগ করেন বলে পিটিআইয়ের বরাত দিয়ে ন্যাম নিউজ নেটওয়ার্ক জানিয়েছে।

তামিলনাড়ু ম্যাকানাইজড বোটস ফিসারম্যান এসোসিয়েশনের সভাপতি পি সেসুরাজা বলেন, ৫৬৪ টি মাছ ধরা নৌকায় থেকে জেলেদের হঠাৎ অস্ত্রের মুখে তাড়া করে শ্রীলঙ্কার নৌবাহিনীর সদস্যরা।

‘এ কারণে সব জেলে মাছ না ধরেই ভারতীয় জলসীমায় চলে আসে’ বলেন সেসুরাজা। তিনি আরো বলেন, লংকান নৌবাহিনী ২০টি নৌকায় থাকা জাল নিয়ে গেছে।

একের পর এক ভারতীয় জেলেদের উপর শ্রীলঙ্কান নৌবাহিনীর ‘আক্রমণ’ তামিলনাড়ুর জেলেদের জীবীকার উপর প্রভাব ফেলছে।

জনাব সেসুরাজা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

গত ২৮ জুন ২৫০০ এর অধিক ভারতীয় জেলেকে ভারী অস্ত্র, গানবোট ইত্যাদি তাড়া করে শ্রীলঙ্কান নৌবাহিনীর সদস্যরা।

এর আগে ২০১৭ সালে ভারতের এক জেলেকে গুলি করে হত্যার পর ভারত জুড়ে শ্রীলঙ্কা বিরোধী মিছিল হয়। সে সময় শ্রীলঙ্কা বলেছিল, ভারতীয় জেলেরা শ্রীলঙ্কার জলসীমায় অবৈধভাবে প্রবেশ করায় এমন পরিস্থিতির উদ্ভব ঘটে।

কাটছাটথেভু শ্রীলঙ্কার নিয়ন্ত্রণে থাকা একটি ছোট্র দ্বীপ। ভারতও এই দ্বীপকে নিজেদের বলে দাবি করে।

এ সম্পর্কিত আরও খবর