সুপারপাওয়ার আমেরিকাকে হটাতে চায় চীন: সিআইএ

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 00:38:30

সমাজতান্ত্রিক চীন চায় বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের পরাশক্তির জায়গাটি দখল করতে। বিশ্বব্যাপী চীনের প্রভাব বৃদ্ধি করার যে প্রক্রিয়া তার কারণ চীন আমেরিকাকে সরিয়ে বিশ্বের এক নম্বর পরাশক্তি হতে চায়। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে ২১ জুলাই অনুষ্ঠিত অ্যাসপেন সিকুরিটি ফোরামে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ (সেন্ট্রাল ইনটেলিজেন্সি এজেন্সি) এর পূর্ব এশিয়া মিশনের ডেপুটি এসিসটেন্ট ডিরেক্টর মাইকেল কলিন্স এই তথ্যটি প্রদান করেন।

সিআইএ কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন কেবল নিউজ নেটওয়ার্ক সিএনএন এর সংবাদে বলা হয়, চীনের বর্তমান প্রেসিডেন্ট সি জিনপিং আমেরিকার সঙ্গে শীতল যুদ্ধের অবতারণা করেছে।

চলমান ফোরামে ‘চীনের উত্থান’ (দি রাইজ অব চীন) শীর্ষক অধিবেশনে কলিন্স বলেন, তাদের (চীনাদের) নিজস্ব প্রতিশব্দেই তারা আমেরিকার বিরুদ্ধে শীতল যুদ্ধের (কোল্ড ওয়ার) অবতারণা করছে। এই শীতল যুদ্ধ আগের মত নয়, এটি আরো বেশি সুসংজ্ঞায়িত।

‘চীন যে হুমকি যুক্তরাষ্ট্রের সামনে উপস্থাপন করছে সেটি পুরো বিশ্বে সবচেয়ে বৃহৎ হুমকি’ বলেন কলিন্স।

সম্মেলনের তৃতীয় দিনে আজ এসব কথা আলোচিত হয়। এর আগে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেসন (এফবিআই) পরিচালক ক্রিস্টোফার রে ও ন্যাশনাল ইনটেলিজেন্সি পরিচালক ড্যান কোটসও বলেন, ‘ চীন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের বিপজ্জনক প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে।’

সম্প্রতি চীনের প্রেসিডেন্ট আফ্রিকা সফরে বেরিয়েছেন। এশিয়া, ইউরোপের একাংশ, মধ্যপ্রাচ্য বাজার চীনের করায়ত্বে নেয়ার পর আফ্রিকার দিকে নজর দিয়েছে বলে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের অভিমত। চীন আফ্রিকার ছোট্র দেশ জিবুতিতে সম্প্রতি একটি সেনা ঘাঁটি নির্মাণ করেছে।

পুরো পৃথিবীর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ সামরিক বাজেট চীনের। যদিও এই প্রকাশিত বাজেটের পরিমাণ চীনের প্রকৃত সামরিক খাতে বিনিয়োগের তথ্য প্রদান করেনা। কারণ চীন তার প্রকৃত তথ্য বিশ্বের কাছে উন্মোচিত করেনা।

চীনের আলিবাবা এক্সপ্রেস মার্কিন যুক্তরাষ্ট্রের আমাজন ডটকমের জন্য হুমকি।

সম্প্রতি আমেরিকার শুল্কারোপের প্রতিবাদের চীনও মার্কিন পণ্য আমদানীতে শুল্ক প্রদান করেছে।

চীনে ফেসবুক ও গুগল এক প্রকার নিষিদ্ধ।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক ঘটনায় চীন ও রাশিয়া মার্কিন প্রস্তাবে ভেটো দেয় বা দেয়ার হুশিয়ারি দিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ও বিশ্বের অনেকেই মনে করে, চীনের সহায়তা ও সমর্থন ছাড়া উত্তর কোরিয়ার কিম পরিবারের এতটা শক্তিশালী অবস্থান থাকেনা।

এসব বিবেচনায় মার্কিন গোয়েন্দা কর্মকতা ও নিরাপত্তা বিশ্লেষকরা চলমান ফোরামে চীনকে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এক নম্বর হুমকি বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন।

এক সময় সোভিয়েত ইউনিয়ন ও পরবর্তীতে রাশিয়ান ফেডারেশনকে এক নম্বর শত্রু হিসেবে দেখে পরিকল্পনা প্রনয়ণ করতো মার্কিন সংস্থাগুলো।

এ সম্পর্কিত আরও খবর