জামায়াতের নির্বাচনী সমাবেশের মঞ্চ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক,বার্তা২৪.কম | 2023-08-26 03:20:54

পাকিস্তান জামায়াত-ই-ইসলামের একটি নির্বাচনী সমাবেশের মঞ্চ ধসে ভেঙে পড়েছে। বুধবার (১৮ জুলাই) পেশোয়ারের মোহমান্দ জেলার কে-পি এলাকায় আয়োজিত সমাবেশে এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় কোনো গুরুতর হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা যায়, নির্বাচনী সমাবেশের অংশ হিসেবে আয়োজিত ওই সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াত-ই-ইসলামী আমির সিরাজ-উল-হক, প্রাদেশিক প্রধান মুশতাক আহমেদ খান, মোহমান্দ আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ সাঈদ খানসহ অন্যান্যরা। তখন মাইকে একজন বক্তব্য দিচ্ছিলেন। হঠাৎ করে হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে মঞ্চের পাটাতন। ঘটনায় সবাই থমকে গেলেও এরপর আবার অনুষ্ঠান শুরু হয়।

জামায়াত ইসলামের তথ্য সচিব কায়সার শরীফ জানান, অস্থায়ীভাবে নির্মিত ওই মঞ্চে ধারণ ক্ষমতার বেশি লোক ওঠার কারণেই ওই দুর্ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার সময় পার্টির প্রধানসহ যারা মঞ্চে ছিলেন সবাই নিরাপদেই আছেন। বেশ কয়েকজন কর্মী সামান্য আঘাত পেয়েছেন।

এরপর পূর্বনির্ধারিত সূচী অনুসারে ওই দিন বিকেলে খাইবারে অপর এক সমাবেশে বক্তব্য প্রদান করেন বলেও তিনি জানান।

মাত্র দুইদিন আগেই কে-পির সাবেক মুখ্যমন্ত্রী পারভেজ খাত্তাক একই ধরনের দুর্ঘটনায় আহত হন। সোমবার নওসেরায় এক নির্বাচনী সমাবেশে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের এই নেতা অন্যান্যদের সঙ্গে স্টেজ থেকে পড়ে যান।

এ সম্পর্কিত আরও খবর