মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে যাচ্ছে কংগ্রেস

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ৩ | 2023-08-27 02:12:23

ভারতের বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে প্রধান বিরোধীদল কংগ্রেস। শুক্রবার সংসদের নিম্নকক্ষ লোকসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়্গে লোকসভার মহাসচিবকে লিখিত নোটিস দিয়ে আবেদন করেছেন, আগামী ২৭ মার্চের আলোচ্যসূচিতে যাতে অনাস্থা প্রস্তাব রাখা হয়। কংগ্রেসের দেয়া নোটিসে বলা হয়েছে, মন্ত্রীসভার ওপর অনাস্থা জানাচ্ছে এই সভা। এর আগে, টিডিপি ও ওয়াইএসআর কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নোটিশ দেয়া হয়েছে। যদিও ডিএমকে ও টিআরএস এমপিরা বিভিন্ন দাবিতে সংসদে একনাগাড়ে হট্টগোল সৃষ্টি করে সভার কাজ ব্যাহত করায় টিডিপি ও ওয়াইএসআর কংগ্রেসের তোলা অনাস্থা প্রস্তাব আজও পেশ করা সম্ভব হয়নি। স্পিকার সুমিত্রা মহাজন বলেন, সংসদ কক্ষের পরিবেশ সুষ্ঠু না হওয়ায় অনাস্থা প্রস্তাবের নোটিস নিয়ে তিনি আলোচনা শুরু করতে পারবেন না। তার মতে, সদস্যরা হট্টগোল ছেড়ে নিজেদের আসনে বসলে তবেই স্পষ্ট হবে কতজন সদস্য এই প্রস্তাবকে সমর্থন করছেন। অন্যদিকে, সরকার পক্ষের দাবি, লোকসভায় তাদের প্রয়োজনীয় সদস্য রয়েছে, তারা অনাস্থার বিষয়ে আলোচনার জন্য তৈরি আছে। ব্যাঙ্ক দুর্নীতি, কাবেরি পানি বন্টন বিতর্ক, অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের মর্যাদা দেয়া ইত্যাদি ইস্যুতে বিরোধীদের একটানা বিক্ষোভের জেরে গত ৫ মার্চ থেকে সংসদের উভয় কক্ষের কাজকর্ম ব্যাহত হচ্ছে। সংসদ বিষয়কমন্ত্রী অনন্ত কুমার জানিয়েছেন, ব্যাঙ্ক জালিয়াতি থেকে অনাস্থা প্রস্তাব, সরকার প্রতিটি বিষয়ে আলোচনার জন্য তৈরি আছে। যদিও লোকসভার কাজ চালানোর জন্য বিরোধীদের নিজেদের আসনে গিয়ে বসার জন্য স্পিকারের অনুরোধ ব্যর্থ হওয়ায় অনাস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজকর্ম ব্যাহত হচ্ছে। অন্যদিকে, পশ্চিমবঙ্গের দুই বাসিন্দাসহ ইরাকের মসুলে আইএস সন্ত্রাসীদের হাতে নিহত ৩৯ জন ভারতীয়কে নিয়ে সংসদে পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ ভুল তথ্য দিয়ে দেশকে বিভ্রান্ত করেছেন বলে কংগ্রেস অভিযোগ করেছে। ওই ইস্যুতে তারা পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বিরুদ্ধে সংসদে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনার ঘোষণা দিয়েছে। কিন্তু সরকার পক্ষের দাবি, তারা সংসদকে বিপথে চালিত করেননি।

এ সম্পর্কিত আরও খবর