নয়দিন পর জীবিত খোঁজ মিলল থাই ফুটবলারদের

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক,বার্তা২৪.কম | 2023-08-27 11:49:35

নিখোঁজের নয়দিন পর থাইল্যান্ডে গুহায় আটকে পড়া ১২ কিশোর ফুটবলার এবং তাদের সহকারী কোচকে নাটকীয়ভাবে জীবিত খুঁজে পেল উদ্ধারকারীরা।

নৌবাহিনীর সহযোগিতায় দীর্ঘ অভিযানের পর তাদের খুঁজে পেলো ব্রিটিশ উদ্ধারকারী দল। ধারণ করা ভিডিওতে দেখা গেছে আপাত দৃষ্টিতে তারা এখনো সুস্থ আছে। একটা উঁচু মতো জায়গায় এক সঙ্গে অবস্থান নিয়ে আছে। সব প্রতিকুলতা কাটিয়ে অলৌকিকভাবে ভালোই আছে।

ভিডিওতে দেখা যায় উদ্ধারকারী এক কর্মী তাদের প্রশ্ন করছেন; ‌১০ দিন ধরে তোমরা এখানে আটকে আছো, ইউ আর ভেরি স্ট্রং।
জবাবে তাদের একজন বলেন ‌-'থ্যাক ইউ সো মাচ।'।

এখন মূল চ্যালেঞ্জ হচ্ছে নিরাপদে তাদের বের করে আনা। আর সেই লক্ষেই কাজ করছে উদ্ধারকারীরা।

থাইল্যান্ডের চিয়াং রাই অঞ্চলের থাম লয়াং নং নন নামের ঐ পর্যটন গুহায় গত ২৩ জুন নিখোঁজ হয় এসব কিশোর ফুটবলার ও তাদের তরুণ সহকারী কোচ। যাদের বয়স ১১ থেকে ১৬ বছরের মধ্যে। নিখোঁজের পর গুহার পাশে তাদের সাইকেল এবং খেলার সামগ্রী পড়ে থাকতে দেখা যায়।

নিখোঁজের পর পরই উদ্ধার অভিযান শুরু করলেও তীব্র স্রোত ও কাদার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়।

এদিকে গুহার পাশে অবস্থান নিয়েছে তাদের স্বজনরা। আপনজনদের খুঁজে পাওয়ার আনন্দে তারা একে অপরকে জড়িয়ে ধরছেন। অনেকে আবার কান্নায় ভেঙে পড়েন।

 

এ সম্পর্কিত আরও খবর