ভূমধ্যসাগরে প্রায় ১০০০ অভিবাসী উদ্ধার

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 13:38:20

লিবিয়া উপূকূল থেকে ৯৪৮ জন অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। এসময় উদ্ধার করা হয় অন্তত ১০ জনের মরদেহ।

অত্যন্ত নিম্নমানের ট্রলারে করে এসব অভিবাসীরা ইউরোপে পাড়ি দিতে চেয়েছিল বলে জানায় তারা।

কয়েককটি দলে এসব অভিবাসীদের উদ্ধার করা হয়। এর মধ্যে প্রথম দলে একটি ঠুনকো নৌকায় ছিলো ৯৭ জন এবং একই ধরনের দু'টি নৌকা থেকে উদ্ধার করা হয় ৩৬১ জনকে।

দ্বিতীয় দলে দু'টি নৌকা থেকে উদ্ধার করা হয় ১১০ জন ও ৭০ জনকে।

তৃতীয় ভাগে ৭৫ জন নারী এবং ২০ জন শিশুসহ উদ্ধার করা হয় ৪৯০ জনকে।

গত সপ্তাহ থেকে এই অভিযান শুরু করে কোস্ট গার্ড। এর মধ্যে আটক করার পর ২০০ আফ্রিকান নাগরিককে এরই মধ্যে ফেরত পাঠানো হয়েছে।

লিবিয়ার পশ্চিম উপকূল মূলত ইউরোপে ঢোকার প্রধান পয়েন্ট। আর এই পয়েন্ট দিয়ে অভিবাসীরা ছোট বড় বিভিন্ন নৌকা কিংবা ট্রলারে করে প্রবেশের চেষ্টা করে।

এ সম্পর্কিত আরও খবর