বাংলাদেশি শ্রমিক নেয়ার চলমান প্রক্রিয়া স্থগিত করলো মালয়েশিয়া

, আন্তর্জাতিক

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-01 01:58:58

ঢাকা: বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার চলমান প্রক্রিয়া আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন, মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারান।

বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার প্রক্রিয়ায় অস্বচ্ছতা এবং দুর্নীতির কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

শুক্রবার (২২ জুন) স্থাণীয় দৈনিক 'দ্যা স্টার'কে তিনি বলেন, অভিযোগ রয়েছে বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার প্রক্রিয়ার সঙ্গে একটি সিন্ডিকেট জড়িত। যারা মানব পাচারের কৌশল কাজে লাগিয়ে শ্রমিকদের শোষণ করছে।

কুলাসেগারান বলেন, তথ্য রয়েছে সাবেক প্রশাসন ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এই নিয়োগ প্রক্রিয়া তৈরি করেছে। যার মাধ্যমে সুনির্দিষ্ট ব্যক্তি এবং একটি পক্ষ লাভবান হয়েছে।

পুরো প্রক্রিয়াটিকে, 'সম্পূর্ণরুপে তালগোল অবস্থা' বলে উল্লেখ করেছেন তিনি। যার ফলে মালয়েশিয়া এবং বাংলাদেশের দালালরা শ্রমিকদের কাছ থেকে গলাকাটা পরিমাণ অর্থ আদায় করেছে নিয়োগের কথা বলে।

'অামরা বিষয়টি তদন্ত করে সমস্যা সমাধানের চেষ্টা করছি। আমরা বিভিন্ন স্তরে কথা বলছি এবং একটি সমাধানে পৌঁছানোর চেষ্টা করছি।

ততদিন পর্যন্ত এই প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া বন্ধ রাখবে মালয়েশিয়া।

এ সম্পর্কিত আরও খবর