‘ট্রাম্প আমাকে ব্ল্যাকমেইল করেননি’- ইউক্রেনের প্রেসিডেন্ট

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 17:59:37

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিয়ের জেলেনস্কি এক টানা ১৪ ঘণ্টা সংবাদ সম্মেলন করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনকলে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলে হান্টারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য চাপ দিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্টকে- সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে আনা এমন অভিযোগের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন।

ভলোদিমিয়ের জেলেনস্কি বলেন 'যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইউক্রেন আগে কোনো প্রভাব বিস্তার করেনি। আগামীতেও করবে না। তবে যেকোনো তদন্তের জন্য আমি প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাকে কোনো প্রকার ব্ল্যাকমেইল করেননি। ট্রাম্প প্রশাসনের সঙ্গে আমার কোনোপ্রকার অবৈধ সম্পর্ক নেই।'

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ইউক্রেনের কিয়েভের একটি ফুড কোর্টে প্রায় ১৪ ঘণ্টা ধরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

২৫ সেপ্টেম্বর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিয়ের জেলেনস্কির সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ফোনকলের ধারণ করা অংশ ২৫ সেপ্টেম্বর প্রকাশ করেছে হোয়াইট হাউস৷

তাতে দেখা যায়, ট্রাম্প তার ব্যক্তিগত আইনজীবী রুডি জুলিয়ানি এবং মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের সঙ্গে সমন্বয় করে বাইডেনের বিরুদ্ধে তদন্তকাজ করতে ইউক্রেনের প্রেসিডেন্টকে অনুরোধ করেছেন৷

এই তদন্ত না করলে ট্রাম্প ইউক্রেনকে আর্থিক সহায়তা না করার বিষয় নিয়েও কথা বলেন৷ ট্রাম্পের এ ধরনের কথপোকথনের মাধ্যমে ইউক্রেনকে ‘ব্ল্যাকমেইল’ করা হয়েছে বলে দাবি করে আসছে ডেমোক্র্যাটরা।

এদিকে ২০২০ সালের যুক্তরাষ্ট্রের নির্বাচনে ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন।

তবে সংবাদ সম্মেলনে জেলেনস্কি দাবি করে বলেন, 'বৈঠকে বা ফোন কলের সময় ট্রাম্প আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেননি এবং তদন্তের জন্য আমাকে কোনো প্রকার চাপ দেননি।'

সংবাদ সম্মেলনে বুড়িশমা গ্যাস কোম্পানি এবং ২০১৬ সালের মার্কিন নির্বাচনের বিষয়ে একটি যৌথ তদন্তের জন্য দ্বার উন্মুক্ত রয়েছে বলেও জানান তিনি। ইউক্রেন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, 'ইউক্রেন একটি স্বাধীন দেশ। যেখানে আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে। যার কাজে আমার প্রভাবের কোনো অধিকার নেই।'

এ সময় তিনি তাঁর প্রেসিডেন্ট হওয়ার প্রথম মাসগুলোতে বিতর্কিত ব্যবসা, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্ক এবং পূর্ব ডনবাস অঞ্চলে রাশিয়ার সমর্থিত বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধের অবসানের প্রচেষ্টাসহ অন্যান্য বিষয়গুলোও তুলে ধরেন।

তিনি আরও বলেন, 'পরবর্তী বছরের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা আমার নেই।'

উল্লেখ্য, জেলেনস্কি একজন প্রাক্তন কৌতুক অভিনেতা। যিনি কোনো রাজনৈতিক অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও এপ্রিলে ইউক্রেনের নির্বাচনে জয় লাভ করেন।

এ সম্পর্কিত আরও খবর