দ্রুত ধ্বংস হয়ে যাচ্ছে ব্রাজিলের সেরাদো বন

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-29 06:03:32

ব্রাজিলের সেরাদো বনাঞ্চল। পৃথিবীর ফুসফুসখ্যাত পৃথিবীর সবচেয়ে বড় বন আমাজনের কয়েক কিলোমিটার দূরেই এর অবস্থান। বিশ্বের সবচেয়ে জীববৈচিত্র্যসম্পন্ন এই বনটির আয়তনে প্রায় ২০ কোটি হেক্টর। যা আমাজনের অর্ধেক।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদন থেকে জানা যায়, বনভূমি উজাড় হওয়ার কারণে আমাজনের অনেক আগেই ধ্বংস হয়ে যাবে এই বনটি।

প্রতিবেদনটি থেকে জানা যায়, পৃথিবীর মোট গাছের ৫ শতাংশ গাছ রয়েছে গ্রীষ্মমণ্ডলীয় এই অঞ্চলটিতে। যা বাতাসে কার্বন শোষণে এক বিশাল ভূমিকা পালন করে।

ইউনিভার্সিটি অব ব্রাসিলিয়ার জীববিজ্ঞানী মার্সিদেস বাসতামানাত বলেন, এটি একটি জীববৈচিত্র্যসম্পন্ন অঞ্চল। এখানে প্রায় ১৫০ প্রজাতির উভচর প্রাণী, ১২ লাখ প্রজাতির মাছ, ৮৩৭ প্রজাতির পাখি, ১২০ প্রজাতির সরীসৃপ প্রাণী, ৯০ হাজার ধরনের কীটপতঙ্গ, ১৯৯ প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর বসবাস।

ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফাউন্ডেশনের (ডব্লিউডব্লিউএফ) তথ্য অনুসারে, সেরাদো অঞ্চলে স্থানীয় ৪ হাজার ৮০০ প্রজাতির ভোঁদড়, টাপির এবং জাগুয়ার রয়েছে। এ ছাড়া ১১ হাজারের বেশি প্রজাতির গাছ পাওয়া গেছে সেখানে, যা বিশ্বের বাকি অংশে পাওয়া গাছের প্রজাতির সংখ্যার প্রায় অর্ধেক।

সেরাদোর ৫০ শতাংশ ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে। প্রতিবছর ওই অঞ্চলে প্রায় সাত লাখ হেক্টর বনভূমি উজাড় হচ্ছে বলে জানিয়েছেন ব্রাজিলে ডব্লিউডব্লিউএফের কনজারভেশন অ্যান্ড রেস্টোরেশন অব ইকোসিস্টেমের পরিচালক অ্যাডগার ডি অলিভেইরা রোসা।

এ সম্পর্কিত আরও খবর