ঘূর্ণিঝড় ‘ডোরিয়ানের’ আঘাতে বাহামায় ৫ জনের মৃত্যু

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 05:58:11

শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডোরিয়ান’ আটলান্টিক মহাসাগরের দ্বীপপুঞ্জ বাহামায় আঘাত হেনেছে। দেশটির প্রধানমন্ত্রী হুবার্ট মিনিস বলছেন,  ডোরিয়ানের আঘাতে এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে। তবে নিহতদের ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দিতে পারেননি তিনি।  

প্রধানমন্ত্রী হুবার্ট মিনিস বলেছেন, আমরা এই মুহূর্তে ঐতিহাসিক দুর্যোগের মধ্যে রয়েছি। বাহামার ইতিহাসে এমন ঘূর্ণিঝড় আর কখনও হয়নি।

রোববার (১ সেপ্টম্বর) যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছিল, পরবর্তী ১০ ঘণ্টা বা তার বেশি সময় বাহামায় বড় ধরনের হারিকেন পরিবেশ বিরাজ করবে।

স্থানীয় সময় রোববার সকালে ঘণ্টায় ১৮৫ মাইল বেগে বাহামায় আঘাত হানে ডোরিয়ান।

আরও পড়ুন:বাহামায় তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় ডোরিয়ান

ফ্লোরিডার দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন ডোরিয়ান

এনএইচসি বলছে, ক্যাটাগরি-৪ ঘূর্ণিঝড়টি বর্তমানে বাহামার দ্বীপগুলো অতিক্রম করছে। ঘূর্ণিঝড় ডোরিয়ান এখনও বিপজ্জনক। স্থানীয় সময় সোমবার রাতেই বিপজ্জনকভাবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিড়া অতিক্রম করবে।

এদিকে ফ্লোরিড়ার ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। জারি করা হয়েছে সতর্কতা

যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন-এর ভিডিও ফুটেজে দেখা যায়, বাহামায় ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি বিধ্বস্তসহ রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। আক্রান্তরা চিৎকার করে সাহায্য প্রার্থনা করছেন।

বাহামার স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি, ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি নজিরবিহীন। অনেক ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

এ সম্পর্কিত আরও খবর