কাশ্মীর সমস্যা সমাধানে গণভোট চায় ওআইসি

ভারত, আন্তর্জাতিক

ফিচার ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 08:54:11

কাশ্মীর ইস্যুতে গণভোট আয়োজনের আহবান জানিয়েছে মুসলিম দেশগুলোর আন্তর্জাতিক জোট ওআইসি (ইসলামিক সহযোগিতা সংস্থা)। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের ঘটনায় সৃষ্ট সংকট থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে গণভোটই সমাধান বলে বিশ্বাস তাদের।

সংস্থাটির মহাসচিবের দফতরের এক বিবৃতিতে এই মতামত প্রকাশ করে তারা। এতে সমর্থন জানানো হয়েছে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদার প্রতিও।

উল্লেখ্য, গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের সাংবিধানিক বিশেষ মর্যাদা বাতিল করে দিয়েছে ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন নরেন্দ্র মোদির সরকার।

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর বিষয়টিকে তাদের অভ্যন্তরীণ ব্যাপার বলে দাবি করে আসছিল ভারত সরকার। কিন্তু, ওআইসির বিবৃতিতে তা অস্বীকার করা হয়েছে। বরং এতে নতুন করে সমর্থন ব্যক্ত করা হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবের প্রতি।

পাশাপাশি কাশ্মীরের জনগণের প্রতি সংহতি প্রকাশ করা হয়েছে বিবৃতিটিতে।

কাশ্মীরে ভারত সরকারের জারি করা কারফিউ প্রত্যাহার এবং কাশ্মীর সংকটের স্থায়ী সমাধানের জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে জরুরি ভিত্তিতে সংলাপও দেখতে চায় ওআইসি।

এ সম্পর্কিত আরও খবর