টেক্সাসে এলোপাতাড়ি গুলিতে নিহত ৫

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 10:35:36

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২১ জন।

টেক্সাস পুলিশ জানিয়েছে, শনিবার (৩১ আগস্ট) বিকেলে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে এক বন্দুকধারী একটি ট্রাক ছিনতাই করে রাস্তার লোকজনের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে কমপক্ষে পাঁচজন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২১ জন। এর মধ্যে তিন পুলিশ সদস্য রয়েছে। আহতদের মধ্যে সাতজনের অবস্থা সঙ্কটাপন্ন। শনিবার বিকেলে টেক্সাসের পশ্চিমের শহর ওডেসা এবং মিডল্যান্ডে গাড়ি চালিয়ে এ হামলা চালানো হয়।

পুলিশের ধারণা, হামলাকারী একজন সাদা বর্ণের পুরুষ। যার বয়স ৩০ এর কোটায়। পুলিশ তাকে গুলি করে হত্যা করেছে।

হামলাকারী একজন ছিলেন বলে ধারণা করছে পুলিশ। তবে এ হত্যাকাণ্ডের কোনও উদ্দেশ্য এখনও জানা যায়নি।

এদিকে মাত্র চার সপ্তাহ আগে টেক্সাসের এল পাসো শহরে বন্দুকধারীর গুলিতে ২২ জন নিহত হন। এতে আহত হন প্রায় ২০ জন।

এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি টেক্সাসে গুলি চালানোর বিষয়ে খোঁজ রাখছেন। এ ঘটনায় এফবিআই এবং আইন প্রয়োগকারী অন্যান্য সংস্থা পুরোপুরি নিযুক্ত রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর