হার্ভার্ডে পড়তে যাওয়া ফিলিস্তিনিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-28 04:07:23

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া ফিলিস্তিনি কিশোর ইসমাইল আজ্জয়াজিকে বিমানবন্দরে দীর্ঘ জেরার পর ফেরত পাঠানো হয়েছে। ইসমাইল বলছেন, তার ধর্মীয় অনুশীলন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বন্ধুদের কর্মকাণ্ড সম্পর্কে বিমানবন্দরে তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়।

১৭ বছর বয়সী ইসমাইল আজ্জয়াজি বর্তমানে লেবাননে শরণার্থী হিসেবে বসবাস করছেন। হোপ ফান্ড আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপ পেয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরুর উদ্দেশে গত শুক্রবার (২৩ আগস্ট) বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছিলেন ইসমাইল।

যুক্তরাষ্ট্রের কাস্টমস ও সীমানা রক্ষা দফতরের মুখপাত্র মাইকেল ম্যাকার্থি এক বিবৃতিতে বলেন, ‘জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মনে হয়েছে আজ্জয়াজি যুক্তরাষ্ট্রের জন্য উপযুক্ত নয়।’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে যাওয়া পণ্য ও মানুষের নিরাপত্তা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করা কাস্টমস ও সীমানা রক্ষা দফতরের দায়িত্ব।’

আজ্জয়াজি জানান, বিমানবন্দরে অভিবাসন কর্মকর্তারা তাকে ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন। এ সময় এক কর্মকর্তা তার মোবাইল ফোন ও ল্যাপটপ পরীক্ষা নিরীক্ষার জন্য সেগুলো আনলক করতে বলেন।

আজ্জয়াজি বলেন, ‘দীর্ঘ পাঁচ ঘণ্টার জিজ্ঞাবাদের পর এক কর্মকর্তা আমাকে তার কক্ষে ডেকে নেন। ঐ সময় তিনি জোরে জোরে বলছিলেন যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বন্ধু তালিকার অনেককে রাজনৈতিকভাবে যুক্তরাষ্ট্রবিরোধী পোস্ট করার প্রমাণ পেয়েছেন।’

গণমাধ্যমে পাঠানো ইমেইল বার্তায় ইসমাইল আজ্জয়াজি জানান, তিনি ঐ অভিবাসন কর্মকর্তাকে বলেছিলেন যে তিনি নিজে কোনো রাজনৈতিক পোস্ট করেনন। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমের বন্ধুদের কর্মকাণ্ডের জন্য তিনি কোনোভাবে দায়ী হতে পারেন না।

এদিকে হার্ভার্ডের গণমাধ্যম সম্পর্কের সহযোগী পরিচালক জ্যাসন নিউটন বলেন, ‘সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় ঐ শিক্ষার্থীর পরিবার ও যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে। সামনে তিনি তার সহপাঠীদের সাথে যোগ দিতে পারেন।’

এ সম্পর্কিত আরও খবর