জিব্রাল্টারে আটক ইরানের ট্যাংকার ছেড়ে দেওয়ার নির্দেশ

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 17:46:35

মার্কিন যুক্তরাষ্ট্রের আপিল স্বত্ত্বেও জিব্রাল্টার প্রণালীতে আটক ইরানের ট্যাংকার ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন জিব্রাল্টারের স্থানীয় সর্বোচ্চ আদালত।

জিব্রাল্টার ইরানের কাছ থেকে একটি লিখিত নিশ্চয়তা গ্রহণ করেছে যে, এই ট্যাংকারের মালামাল সিরিয়ায় নামানো হবে না।

তেহরানের সাথে কূটনৈতিক টানাপোড়েন বৃদ্ধি করে গত ৪ জুলাই ইরানের তেলের ট্যাংকার গ্রেস-১ আটক করে ব্রিটিশ নৌ বাহিনী।

জিব্রাল্টারের প্রধান বিচারপতি অ্যান্থনি ডুডলি বলেছেন, এই মুহূর্তে আদালতের সামনে যুক্তরাষ্ট্রের কোনো আপিল নেই।

ইরানের ট্যাংকার আটকের দুই সপ্তাহ পর ইরান পারস্য উপসাগরে যুক্তরাজ্যের স্টেনা ইমপেরু ট্যাংকার আটক করে। যদিও কর্মকর্তারা অস্বীকার করেছিলেন, ধারণা করা হয় ইরান তাদের গ্রেস-১ ট্যাংকার ফিরে পেলেই স্টেনা ইমপেরু ফেরত দেবে।

২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সম্পর্কের অবনতি হতে থাকে। এরই ফলশ্রুতিতে চলতি বছরের জুনে দেশ দুটি সশস্ত্র সংঘর্ষের কাছাকাছি চলে যায়।

ইরানের ট্যাংকারটি সিরিয়ার দিকে যাচ্ছিল- এই অভিযোগে জিব্রাল্টারে এটি আটক করা হয়। সিরিয়ায় আরোপিত ইউরোপিয়ান ইউনিয়নের অবরোধ লঙ্ঘনের অভিযোগ আনা হয় ইরানের বিরুদ্ধে।

এ সম্পর্কিত আরও খবর