তানজানিয়ায় তেলের ট্যাংকার বিস্ফোরণে নিহত ৬০

আফ্রিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 21:58:30

আফ্রিকান দেশ তানজানিয়ায় তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। এই বিস্ফোরণে আরও ৭০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

একটি ভিডিওতে দেখা যায়, একটি ট্যাংকার থেকে বিশাল আকারের ধোঁয়া উড়ছে। পাশেই নিহত কয়েকজনের মরদেহ মাটিতে শুইয়ে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের আগে প্রধান সড়কে দুর্ঘটনায় তেলবাহী ট্যাংকারটি উল্টে যায়। এ সময় স্থানীয়রা উল্টে যাওয়া ট্যাংকার থেকে তেল সরানোর চেষ্টা করছিল। তার কিছুক্ষণের মধ্যেই সেটিতে আগুন ধরে যায়।

শনিবার (১০ আগস্ট) তানজানিয়ার বন্দর নগরী দারুস সালামের প্রায় ২০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত মরোগরো এলাকায় এ ট্যাংকার বিস্ফোরণের ঘটনা ঘটে।

মরোগরোকে বলা হয় তানজানিয়ার বাণিজ্যিক রাজধানী। বন্দর থেকে কার্গো ও তেল পরিবহনের প্রধান সড়ক হলো এই মরোগরোর সড়ক।

দেশটির পুলিশ জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

বার্তা সংস্থা রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানান, ‘অবস্থা ভয়াবহ রূপ ধারণ করেছে। অনেক মানুষ মারা গেছে। এটি একটি ব্যস্ত সড়ক। তেল চুরি করছিলেন না, এমন অনেকেই এই ঘটনার শিকার হয়েছেন।’

স্থানীয় পুলিশ প্রধান উইলব্রড তাফাঙ্গা গণমাধ্যমকে বলেন, ‘নিহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক হচ্ছে মোটরসাইকেল ও ট্যাক্সির চালক।’

এ সম্পর্কিত আরও খবর