পুরুষের অনুমতি ছাড়াই ভ্রমণে যেতে পারবেন সৌদি নারীরা

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 21:48:15

ভিন্ন দেশে ভ্রমণে আর বাধা থাকছে না সৌদি আরবের নারীদের জন্য। এবার থেকে পুরুষ অভিভাবকদের অনুমতি ছাড়াই বাইরের দেশে ভ্রমণ করতে পারবেন ধার্মিকভাবে রক্ষণশীল এ দেশের নারীরা।

শুক্রবার (১ আগস্ট) এ সংক্রান্ত একটি আইন পাস হয় বলে দেশটির সরকারি এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

নতুন এই আইনে বলা হয়েছে, ২১ বছরের বেশি বয়সী নারীরা কোনো পুরুষ অভিভাবকের কর্তৃত্ব কিংবা অনুমতি ছাড়া পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।

এতে পাসপোর্ট পেতে ও বিদেশ ভ্রমণে আর কোনো বাধা থাকল না সৌদি নারীদের। এছাড়া এই আইনের মাধ্যমে শিশুদের জন্ম নিবন্ধন, বিয়ে ও ডিভোর্সের ক্ষেত্রেও নারীরা সিদ্ধান্ত নিতে পারবেন।

এদিকে নারীদের কর্মক্ষেত্রে সুবিধা দিতে সহায়তা করবে আইনটি। আইনে বলা হয়েছে, সব নাগরিকের কাজ করার অধিকার রয়েছে। এক্ষেত্রে যে কেউই লিঙ্গ, শারীরিক ও বয়স বৈষম্য ছাড়াই কাজ করতে পারবে।

নতুন এ আইনের মাধ্যমে দেশটিতে নারী-পুরুষের সম-অধিকার প্রতিষ্ঠা করতে নতুন ভূমিকা রাখবে বলেও অনেকেই ধারণা করছেন।

আইনটি পাস হওয়ার আগে দেশটির নারীরা পাসপোর্ট বানানো ও বিদেশ ভ্রমণের ক্ষেত্রে পুরুষ অভিভাবকের অনুমতির প্রয়োজন পড়ত।

এ সম্পর্কিত আরও খবর