ব্রিটিশ জাহাজের ১২ নাবিককে মুক্তি দিয়েছে ইরান

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 21:34:12

হরমুজ প্রণালি থেকে আটককৃত বিট্রিশ তেলবাহী জাহাজের ১২ নাবিককে মুক্তি দিয়েছে ইরান। জাহাজে থাকা বাকি নাবিকদের নিজস্ব দূতাবাসে দেখা করার অনুমতিও দেওয়া হয়েছে।   

শুক্রবার (২৬ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম তথ্যটি নিশ্চিত করে।  

সংবাদমাধ্যমে জানায়, 'স্টেনা ইমরো' এর মালিক কর্তৃপক্ষ জাহাজে ২৩ জন সদস্য ছিলো বলে নিশ্চিত করে। যার মধ্যে ১৮ জন ভারতীয় এবং অন্যরা রাশিয়া, লাটভিয়া এবং ফিলিপাইনের নাগরিক।   

এদিকে মুক্তিপ্রাপ্ত সব নাবিকেরা ভারতীয় বলেও জানা যায়। ইতোমধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রাণলয় ১২ জন নাবিকের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

গত শুক্রবার (১৯ জুলাই) রাতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি) হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘন করার দায়ে ব্রিটিশ ট্যাংকার 'স্টেনা ইমরো' আটক করে। ফলে জাহাজটির সঙ্গে ব্রিটিশ মালিক কতৃপক্ষের যোগাযোগ বিচ্ছিন হয়ে পড়ে। 

আরও পড়ুন:

ব্রিটিশ তেলের ট্যাংকার আটক করেছে ইরান

এ সম্পর্কিত আরও খবর