৫১ বছর পর উদ্ধার ফ্রান্সের নিখোঁজ ডুবোজাহাজ

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 10:36:16

প্রায় ৫১ বছর আগে হারিয়ে যাওয়া ফ্রান্সের ডুবোজাহাজটি খুঁজে পেল উদ্ধারকারী দল। ওই ডুবোজাহাজের নাম মিনেরভি। এটি প্রথম কোনো ডুবোজাহাজ যেটি সমুদ্রে তলিয়ে যাওয়ার পর খুঁজে পাওয়া হয়েছে।

সোমবার (২২ জুলাই) ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী এক ঘোষণায় জানান, ডুবো জাহাজটি উদ্ধার হয়েছে। এটি উদ্ধার ও প্রযুক্তিগত দলের একটি সফলতা।

১৯৬৮ সালের জানুয়ারি মাসে ৫২ নাবিক সহ ফ্রান্সের তুলন সমুদ্রবন্দর এলাকা থেকে জাহাজটি তলিয়ে যায়। এরপর দীর্ঘ উদ্ধার অভিযান অব্যাহত থাকে।

প্রতিরক্ষা মন্ত্রী এমএস পার্লি জানান, জাহাজে থাকা নাবিকদের পরিবারের সদস্যদের অনুরোধে এ উদ্ধার অভিযান শুরু করা হয়। পরিবারগুলো এমন সময়ের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল।

হারিয়ে যাওয়া এই ডুবোজাহাজ তুলন থেকে ৪৫ কিলোমিটার দূরে ও সমুদ্রপৃষ্ঠ থেকে সাত হাজার ৮০০ ফুট গভীরে পাওয়া গেছে বলে এএফপির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে এখন পর্যন্ত জাহাজটি ডুবে নিখোঁজের কোনো ব্যাখ্যা দিতে পারেনি উদ্ধারকারী দল।

এ সম্পর্কিত আরও খবর