ভারতে গো-রক্ষকদের গণপিটুনিতে নিহত ৩

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 15:39:14

ভারতের বিহার রাজ্যে গরু চুরির সন্দেহে তিন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১৯ জুলাই) গরু চুরির সন্দেহে বিহার রাজ্যের একটি গ্রাম থেকে তাদেরকে গ্রামবাসীরা আটক করে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, অভিযুক্ত তিন ব্যক্তি একটি মহিষ ও গরু চুরি করে লরিতে তোলার চেষ্টা করছিলো। তখন তাদেরকে আটক করা হয়। পরবর্তীতে গণপিটুনির স্বীকার তিন ব্যক্তি মারা যায়।

পুলিশ জানায়, গণপিটুনির সঙ্গে জড়িত তিন গ্রামবাসীকে গ্রেফতার করা হয়েছে। 

হিন্দু ধর্মাবলম্বীরা গরুকে পবিত্র প্রাণি এবং গোহত্যাকে অপরাধ হিসেবে বিবেচনা করে। 

যদিও সমালোচকরা বলছেন, ভারত সরকার এই ধরণের সমস্যা সমাধানে যথেষ্ট উদ্যেগ নিচ্ছে না।

ভারতের মোট ২৯টি রাজ্যের মধ্যে ২২টিতে গরুর মাংস বিক্রি নিষিদ্ধ। তবে আইনে থাকলেও নিষেধাজ্ঞা খুব বেশি কার্যকর ছিল না। ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর  নিষেধাজ্ঞা কড়াকড়িভাবে কার্যকর করা শুরু হলে বিশৃঙ্খলা দেখা দেয়। এতে করে হিন্দু মৌলবাদীরা মুসলিম সংখ্যালঘুদের উপর হামলা বাড়াতে থাকে।

পরিসংখ্যান মতে, বিগত বছরগুলোতে নিহতের সংখ্যা কম হলেও আহতের সংখ্যা শতাধিক। 

এ সম্পর্কিত আরও খবর