জটিল হিন্দি বোঝেনা রাহুল, সংসদে মোবাইলে ব্যস্ত

ভারত, আন্তর্জাতিক

আন্তজার্তিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 13:00:30

সংসদ অধিবেশনে রাহুল গান্ধীর বিরুদ্ধে শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগ করেছে বিজেপি দলের এমপিরা।  

বৃহস্পতিবার (২০ জুন) সংসদের যুগ্ম অধিবেশনে রাষ্ট্রপতি রামনাথ কোভিনের বক্তব্যের সময় রাহুল গান্ধীর মনোযোগের অভাব ও মোবাইল ফোনে ব্যস্ত থাকার কথা উঠেছে।

অভিযোগের ভিত্তিতে কংগ্রেসের মুখপাত্র আনন্দ শর্মা বলেন, 'রাষ্ট্রপতির বক্তব্যে কিছু কঠিন হিন্দি শব্দ ব্যবহার করেছিলেন। শব্দগুলো বোঝার জন্যে রাহুল গান্ধী মোবাইল ফোনে অনুবাদ করার চেষ্টা করছিলেন।'

বিজেপির এমন মন্তব্যকে বিরক্তিকর উল্লেখ করে তিনি সাংবাদিকদের বলেন, 'প্রয়োজনীয় সব কথায় রাহুল শুনেছেন। এখানে অসম্মান করার মতো কিছু হয়নি।'

 সংসদে রাহুল গান্ধী মোবাইল ফোনে ব্যস্ত  ছবি:সংগৃহীত

 

এদিকে, বালাকোট বিমান হামলা ও উরিতে সার্জিক্যাল স্ট্রাইকের সফল অভিযানে রাষ্ট্রপতিকে সবাই যখন প্রশংসা করছিলেন তখনও রাহুল গান্ধীকে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখা গেছে। 

এমন ঘটনায় সোনিয়া গান্ধী কয়েকবার তার দিকে তাকালেও রাহুল গান্ধী নিচের দিকে তাকিয়ে ছিলেন।

বিজেপি দাবি করেন, রাহুল গান্ধীর এমন আচরণ আবারও প্রমাণ করলেন তিনি ভারতের জাতীয় দল গঠন করার জন্য উপযুক্ত নন। 

এ সম্পর্কিত আরও খবর