মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল ইরান

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 00:30:37

ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় প্রদেশ হরমুজগানের আকাশে অনুপ্রবেশকারী একটি মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ড্রোন গুলি করে ভূপাতিত করেছে বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী বাহিনী (আইআরজিসি)।

আইআরজিসির জনসংযোগ বিভাগ বৃহস্পতিবার (২০ জুন) ভোরে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, প্রদেশের ‘কুহে মোবারক’ এলাকায় আমেরিকায় তৈরি ‘গ্লোবাল হক’ মডেলের একটি গোয়েন্দা ড্রোন গুলি করে নামানো হয়েছে। কুহে মোবারক এলাকাটি হরমুজগান প্রদেশের মধ্যাঞ্চলীয় ‘জাস্ক’ কাউন্টিতে অবস্থিত।

আইআরজিসি আরও জনায়, ইরানের আকাশসীমায় অনুপ্রবেশকারী যেকোনো শত্রু বিমান বা ড্রোন গুলি করে নামানোর নির্দেশ পালন করা হয়েছে।
এদিকে, মার্কিন সামরিক বাহিনী এখনো ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়ে কোনোকিছু জানায়নি।

গত বছর থেকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। ২০১৫ সালে তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ ছয়টি রাষ্ট্রের স্বাক্ষর করা পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার মধ্য দিয়ে ইরানের সাথে দ্বন্দ্ব শুরু হয়। যুক্তরাষ্ট্র এখনও ইরানের সঙ্গে যুদ্ধের বিষয়ে ইঙ্গিতপূর্ণ কোনো মন্তব্য করেনি।

এ সম্পর্কিত আরও খবর