যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচনের তৃতীয় দফার ভোট আজ

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-09 10:38:53

থেরেসা মে'র জায়গায় প্রধানমন্ত্রী নির্বাচনে যুক্তরাজ্যের কনজারভেটিভ দলের তৃতীয় দফার ভোটগ্রহণ হবে। কনজারভেটিভ দলের এমপিরা দ্বিতীয় দফায় বিজয়ী চারজন প্রার্থীর মধ্যে থেকে চূড়ান্ত পর্বের জন্য দুইজন প্রার্থীকে মনোনীত করবেন।

বৃহস্পতিবার (২০ জুন) যুক্তরাজ্যের কনজারভেটিভ দলের তৃতীয় দফার ভোট শুরু হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

নির্বাচিত দুইজন প্রার্থীর মধ্যে থেকে চতুর্থ দফা ভোট গ্রহণ শেষে একজনকে প্রধানমন্ত্রী পদের জন্য নির্বাচিত করা হবে।

এদিকে বাকি তিনজন প্রতিদ্বন্দ্বী থেকে বরিস জনসন ১৪৩ ভোটে এগিয়ে আছেন। জনসনের নিকটতম প্রতিদ্বন্দ্বী ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট।

এছাড়া তৃতীয় পর্বের নির্বাচনের মূল প্রার্থীর তালিকায় পরিবেশ মন্ত্রী মাইকেল গোভ ও স্বরাষ্ট্র সচিব সাজিদ জাভিদ আছেন।

ব্রেক্সিট ইস্যুতে গত ২৪ মে পদত্যাগের ঘোষণা দেন থেরেসা মে। একই সঙ্গে তিনি এই পদত্যাগের কারণ হিসেবে ব্রেক্সিট ইস্যুতে নিজের ব্যর্থতার দায় স্বীকার করে বিবৃতি দেন। ২৯ মার্চ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছেড়ে চলে যাওয়ার কথা ছিল যুক্তরাজ্যের। এই চুক্তি অনুমোদনে ব্যর্থ হলে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন।

এ সম্পর্কিত আরও খবর