ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ চায় না

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 11:12:56

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ চায় না।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্প মঙ্গলবার (১৮ জুন) ফ্লোরিডা অঙ্গরাজ্যের ম্যাকডিল এয়ারফোর্স ঘাঁটিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা জানান।    

তিনি বলেন, ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে যাবে না কিন্তু ইরানের উপর চাপ অব্যাহত রাখবে।

মধ্যপ্রাচ্যে  সেনা মোতায়ন প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র  আগ্রাসন মোকাবেলার জন্য মধ্যপ্রাচ্যে সেনা মোতায়ন করেছে। তেহরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্রের স্বার্থেই সেনা মোতায়ন করা হয়েছে।

এদিকে, তিনি ইরানে বার্তা পাঠানোর বিষয় উল্লেখ করে বলেন, আমরা যুদ্ধে যেতে চাই না এই বার্তা ইরানে পাঠানো হয়েছে। প্রয়োজনে বার্তা পাঠানো অব্যাহত থাকবে।   

 

এ সম্পর্কিত আরও খবর