নির্বাচনী প্রচারণায় নামলেন ট্রাম্প

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 06:51:26

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে পুনরায় নির্বাচনী প্রচারণায় নেমেছেন। আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবারো প্রার্থী হতে চান ট্রাম্প।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, মঙ্গলবার (১৮ জুন) রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্প তার দলের সমাবেশে সমর্থকদের উদ্দেশে বক্তব্যে মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

রিপাবলিকান দলের সমাবেশে হাজারো সমর্থকদের সামনে ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডাকে তার সেকেন্ড হোম অর্থাৎ দ্বিতীয় বাড়ি বলে ঘোষণা করেন।

তিনি দলের সমর্থদের আরও চার বছর দলটিকে ধরে রাখার আহ্বান জানিয়ে ‘উই আর গোয়িং টু কিপ অ্যামেরিকা গ্রেট এগেইন’ স্লোগান দেন।

এদিকে একই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বলেন, ‘আমি আবারও ফার্স্ট লেডি হতে পারব, এটা ভাবতেই খুব আনন্দ লাগছে।’

উল্লেখ্য, ২০১৬ সালের ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন রিপাবলিকান পার্টি মনোনীত ডোনাল্ড ট্রাম্প। চার বছর মেয়াদী এ প্রেসিডেন্টের মেয়াদ শেষ হবে আগামী ২০২০ সালে এবং ঐ বছরের নভেম্বরের ১০ তারিখ প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, প্রতি চার বছর পর পর নভেম্বর মাসের দ্বিতীয় মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ সম্পর্কিত আরও খবর