মার্কিন নৌবাহিনীর বিমান বিধ্বস্ত, উদ্ধার ৮

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ৩ | 2023-09-01 01:22:02

ফিলিপাইন সাগরে বিধ্বস্ত মার্কিন নৌবাহিনীর বিমান থেকে আটজনকে উদ্ধার করা হয়েছে। ১১ জন আরোহীসহ বিমানটি বিধ্বস্ত হয় বলে বুধবার এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। বিবৃতিতে বলা হয়েছে, জাপানের ওকিনাওয়া দ্বীপের দক্ষিণ-পূর্বে সাগরের ওপর নৌবাহিনীর বিমানটি বিধ্বস্ত হয়।বর্তমানে ফিলিপাইন সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস রোনাল্ড রিগ্যান অবস্থান করছে এবং বিমানটি সেদিকে যাচ্ছিল। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, দুর্ঘটনায় পড়া আটজনকে উদ্ধার করা হয়েছে। বিমান দুর্ঘটনার কারণ এখনো জানা যায় নি। তবে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা মার্কিন সেনা সূত্রের বরাত দিয়ে জানিয়েছেন, ইঞ্জিনের ত্রুটির কারণে বিমানটি দুর্ঘটনায় পড়েছে। বিমানে যেসব আরোহী ছিল তাদের কারো নাম পরিচয় প্রকাশ করেনি মার্কিন সামরিক বাহিনী। দুর্ঘটনায় পড়া বিমানটি ছিল সি-২ গ্রেহাউন্ড মডেলের বিমান এবং এটি দীর্ঘ পাঁচ দশক ধরে মার্কিন বাহিনীতে মোতায়েন রয়েছে। পূর্ব এশিয়ায় আজকের দুর্ঘটনার আগে গত আগস্ট মাসে সিঙ্গাপুরের উপকূলে এক দুর্ঘটনায় মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস জন ম্যাককেইনের ১০ সেনা নিহত হয়েছিল। তার দুই মাস আগে জাপান উপকূলে অন্য এক দুর্ঘটনায় মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ফিটজেরাল্ডের সাত সেনা নিহত হয়।

এ সম্পর্কিত আরও খবর