১৭ শিশু হত্যার অভিযোগে নার্স গ্রেফতার

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-13 19:13:23

যুক্তরাজ্যের ওয়ারিন্টন প্রদেশের চেশায়ার হাসপাতাল থেকে ২৯ বছর বয়সী লুসি লেটবি নামের এক নার্সকে আবারও গ্রেফতার করেছে পুলিশের তদন্ত কর্মকর্তা।

সতের শিশু হত্যার অভিযোগে সোমবার (১০ জুন) সকালে তাকে গ্রেফতার করে।

এর আগে গতবছরের জুলাইয়ে লুসিকে আট শিশু হত্যা ও ছয় শিশুকে হত্যা চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।

পুলিশের তদন্ত কর্মকর্তা পল হিউজেস স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘তদন্তের অংশ হিসেবে আমরা লুসিকে পুনরায় গ্রেফতার করছি। নতুন করে আরও তিনটি শিশু হত্যার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। এখন আমরা মোট ১৭টি শিশু মৃত্যুর কারণ তদন্তের দায়িত্ব নিয়েছি।’

২০১৫-২০১৬ সালের মধ্যে চেশায়ার হাসপাতালে ১৭ টি শিশু মারা যায়। সন্দেহভাজন হিসেবে লুসিকে তখন গ্রেফতার করা হয়।

এদিকে, লুসি কারাগারে থাকা অবস্থায় লুসির পরিবারের সঙ্গে দেখা করেন তদন্তে থাকা পুলিশ কর্মকর্তারা। সঠিক তথ্যপ্রমাণের অভাবে পুলিশ লুসিকে কারাগার থেকে মুক্তি দেন।

পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা তদন্তের কাজ যথাসম্ভব দ্রুত শেষ করার চেষ্টা করছি। তদন্তের বিষয়টি একটু জটিল হওয়ার কারণে আপাতত বিষয়টি নিয়ে আমরা আর কোনো তথ্য দেওয়া সম্ভব নয়।’

উল্লেখ্য, লুসি ২০১১ সালে চেশায়ার ভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেন। তারপর থেকেই তিনি এই হাসপাতালে নার্সের দায়িত্ব নেন। এমনকি তিনি মিডওয়াইফাই নামক নার্সদের একটি কাউন্সিল থেকে ২০১১ সালে ৩০ লাখ অর্থ সহায়তার একটি প্রচারণায় অংশ নিয়েছিলেন।

এ সম্পর্কিত আরও খবর