ইরানে ৫৪৭টি রেস্তোরাঁ বন্ধ

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-08-24 20:25:34

ইসলামিক আইন অমান্য করার দায়ে শনিবার (৮ জুন) ইরানের রাজধানী তেহরানে ৫৪৭টি রেস্তোরাঁ বন্ধ ঘোষণা করেছে দেশটির পুলিশ।

তেহরানের পুলিশ প্রধান হুসেইন রাহিমি পুলিশের ওয়েবসাইটে বলেন, ‘ইসলাম ও ইসলামের নীতিমালা নিয়ে রেস্তোরাঁ মালিকদের মুখোমুখি হয়েছিলাম। এরই ধারাবাহিকতায় ৫৪৭টি রেস্তোরাঁ বন্ধ ঘোষণা ও ১১ জন রেস্তোরাঁ মালিককে গ্রেফতার করা হয়েছে।’

পুলিশের বরাতে আরও জানা যায়, ইসলামের নীতিমালা অনুসরণ না করে রেস্তোরাঁগুলোতে অশ্লীল গান প্রচারের দায়ে, বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিদেশি সংবাদমাধ্যমে জানানো হয়, গত ১০ দিন ধরে এই অপারেশনটি চালানো হয়েছিল। রেস্তোরাঁগুলোতে অশ্লীল বিজ্ঞাপন ও গান প্রচার করা হতো।

পুলিশ প্রধান আরও বলেন, ‘ইসলামিক নীতিমালা অনুসরণ করে চলাই আমাদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। এই নিয়মের মধ্য দিয়েই রেস্তোরাঁগুলো চালাতে হবে।’
সূত্রঃ আল-জাজিরা।

এ সম্পর্কিত আরও খবর