মোদিকে আলোচনার প্রস্তাব দিয়ে ইমরানের চিঠি

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 11:43:59

দুই প্রতিবেশী দেশের মধ্যেকার সম্পর্ক উন্নয়ন, কাশ্মীরসহ অন্যান্য সমস্যা সমাধানের লক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের বরাতে জানা যায়, দ্বিতীয়বার ক্ষমতায় আসার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে, দুই দেশের স্বার্থে আলোচনায় আসার কথা উল্লেখ করেন তিনি। একইসঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি দিয়ে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকে। তিনিও দুই দেশের আলোচনায় বসার তাগিদ দেন চিঠিতে।

ইমরানের এই চিঠির জবাবে এখনও কোন প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে ১৩-১৪ জুন দুই দেশের প্রধানমন্ত্রীর দেখা হবার সম্ভাবনা আছে। কিরগিজস্তানের বিশকেক-এ এসসিও সম্মেলনে যোগ দিতে যাবেন তারা।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও কূটনৈতিক সূত্রের বক্তব্য, কিরগিজস্তানে তাদের বৈঠকের কোনো সম্ভাবনা নেই কিন্তু একাধিকবার সৌজন্য সাক্ষাৎকার হতে পারে। তবে তাদের এই চিঠিকে বেশ তাৎপর্যপূর্ণ বলছেন তারা।

অবশ্য নির্বাচনের আগে থেকেই মোদিকে সমর্থন জানিয়ে আসছিলেন ইমরান।

কূটনৈতিক সূত্রের বরাতে আরও জানান হয়, ইমরান ও কুরেশির চিঠিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিশকেক-এর সম্মেলন শুরু হতে বাকি আরও ছয় দিন। এর মধ্যে পাকিস্তান আরও কিছু পদক্ষেপ নেয় কিনা, সেদিকেও নজর রাখছে ভারত সরকার।

সূত্র: আনন্দবাজার

এ সম্পর্কিত আরও খবর