ছবিতে বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপন

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-08 10:09:36

বিশ্বজুড়ে মুসলিমরা উদযাপন করছেন তাদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। সম্প্রীতি ও ঐক্যর বন্ধনে আবদ্ধ হয়ে মুসল্লিরা মেতে ওঠেন এই উৎসব আয়োজনে।

দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর পর বিশ্বের বিভিন্ন স্থানের মুসলিমরা মঙ্গলবার (৪ জুন) ও বুধবার (৫ জুন) এ উৎসব উদযাপন করছেন। এ বছর ২৯টি রোজা শেষে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখার মাধ্যমে শুরু হয় ঈদুল ফিতর।

সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান, ইরাক ও নাইজেরিয়ায় মঙ্গলবার ঈদ উদযাপিত হয়। অপরদিকে, মিশর, সিরিয়া, জর্ডান, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া ছাড়াও অন্যান্য দেশের মুসলিমরা বুধবার ঈদ উদযাপন করছেন।

বার্তা২৪.কম-এর পাঠকদের জন্য বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপনের কিছু স্থির চিত্র তুলে ধরা হলো

রোমানিয়ার বুদাপেস্টে ঈদের নামাজ শুরু হওয়ার আগে মায়ের হাত ধরে দাঁড়িয়ে আছে ১০মাস বয়সী আমিরা, ছবি: আলজাজিরা

 

কঙ্গোর কিংসাহা প্রদেশের স্টেট ডি মারটারসে মোনাজাত করছেন নারীরা, ছবি: আলজাজিরা

 

রাশিয়ায় ঈদের নামাজ শেষে মুসল্লিদের রাস্তা পার হতে সাহায্য করছেন পুলিশ, ছবি: আলজাজিরা

 

নাইজেরিয়ার আবুজাতে শিশুসহ সব বয়সের মুসল্লিরা একত্রে ঈদের নামাজ আদায় করছেন, ছবি: আলজাজিরা

 

লিবিয়ার রাজধানী ত্রিপলির মার্টারস স্কয়ারে মুসল্লিরা ঈদের নামাজের জন্য একত্রিত হয়েছেন, ছবি: আলজাজিরা

 

ঈদ উদযাপনের লক্ষ্যে পাকিস্তানের পেশওয়ারে ছোট মেয়েরা মেহেদির ডিজাইনে হাত সাজিয়েছে, ছবি: আলজাজিরা

 

ইরাকের বাগদাদে মসজিদে পুলিশি নিরাপত্তায় মুসল্লিদের নামাজ আদায়, ছবি: আলজাজিরা

 

জেরুজালেমে ঈদের ছুটিতে ফিলিস্তিনিদের দোকানগুলোতে চলছে ঈদের বেচাকেনা, ছবি: আলজাজিরা

 

নামাজ আদায় করতে আফগানিস্তানের মাজার-ই-শরিফের ব্লু মসজিদে আসছেন মুসল্লিরা, ছবি: আলজাজিরা

 

ঈদের আনন্দকে উপভোগ করতে দোলনায় দোল খাচ্ছে হাই-স্কুলে পড়ুয়া একটি মেয়ে, ছবি: আলজাজিরা

 

ইথিওপিয়ার আদ্দিস আবাব স্টেডিয়ামে ঈদুল ফিতরের নামাজ আদায় করছেন মুসলিমরা, ছবি: আলজাজিরা

 

এ সম্পর্কিত আরও খবর