পাকিস্তানে এইচআইভি আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৭০০

এশিয়া, আন্তর্জাতিক

আন্তজার্তিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 16:47:45

সম্প্রতি পাকিস্তানে এইচআইভি রোগীর সংখ্যা বেড়ে দাড়িয়েছে প্রায় ৭০০ জন। এই তালিকায় ২ বছরের শিশু থেকে শুরু করে ৭০ বছর বয়সের বৃদ্ধরাও রয়েছে। তবে, শিশুদের মাঝে এই রোগ সংক্রামণ মারাত্মক হারে বেড়ে চলেছে। 

রোববার (২৬ মে) দেশটির কর্তৃপক্ষ সংবাদমাধ্যমে দেওয়া একটি বরাতে জানায়, ‘বিগত দুই মাসে ৬৮১ জনের পজিটিভ এইচআইভিতে সংক্রামণ হওয়ার ঘটনা ঘটেছে। যার মাঝে ৫৩৭ জন ছিল ২-১২ বছরের শিশু’। 

বিশেষজ্ঞরা দেশটির চিকিৎসাসেবাকে দায়ী করে বলেন, ‘সংক্রমণের প্রধান কারণ হলো একই ইনজেকশনের সুচ অনেকের শরীরে ব্যবহার করা’।      

এই মুহূর্তে দেশটির সাধারণ মানুষ রোগে আক্রান্ত হবার ভয়ে অনেকটা গৃহবন্দী জীবন যাপন করছে। দেশটিতে বেশ কিছু মানুষ নিজ উদ্যাগে মানুষের মধ্য সচেতনতা বৃদ্ধির কাজ চালিয়ে যাচ্ছে।

স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, দেশটির সরকার এখনও পর্যন্ত এইচআইভি’র প্রাদুর্ভাব রোধে বিশেষ কোনো পদক্ষেপ নেন নি।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে রোববার এক সংবাদ সম্মেলনে দেশটির স্বাস্থ্য বিষয়ক মন্ত্রীর বিশেষ সহকারী জাফর মির্জা জানান, ‘ব্যবহৃত সিরিঞ্জগুলো পুনরায় ব্যবহার এই রোগ বৃদ্ধির প্রধান কারণ। এগুলো বিক্রি বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন’। 

এ সম্পর্কিত আরও খবর