গ্রাজুয়েশন করতে লাগাতে হবে ১০টি গাছ

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 22:21:38

এক বছরে ১৭ কোটি ৫ লাখ গাছ রোপনের জন্য অভিনব এক আইন পাস করেছে ফিলিপাইন। সম্প্রতি দেশটির সরকার আইন করেছে যে, পড়াশোনা গ্রাজুয়েশন পর্যন্ত সম্পন্ন করতে প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত ১০টি গাছ লাগাতে হবে।

গত ১৫ মে উত্থাপিত এ সংক্রান্ত বিলে বলা হয়, যেকোনো স্থানেই এসব বৃক্ষরোপণ করা যাবে। এমনকি গাছগুলো হতে হবে স্থানীয় পরিবেশের সাথে মানানসই।

পরিবেশ রক্ষায় ওই বিল উত্থাপন করেছিলেন দেশটির জনপ্রতিনিধি গেরি আলেজানো (Gary Alejano)। বিলটির নাম- ‘Graduation Legacy for the Environment Act 2016’

বিলের নোটে তিনি লিখেছেন, আমরা যখন শিক্ষার্থীদের জন্য ভারসাম্যপূর্ণ এবং স্বাস্থ্যকর বাস্তুসংস্থান নিশ্চিতের কথা বলছি, তখন এর জন্য তাদের অবদান না রাখার কোনো কারণ নেই। এর মাধ্যমে বছরে ১৭ কোটি ৫ লাখ বৃক্ষরোপণ হবে।

নতুন এই আইনানুযায়ী, দেশটির শিক্ষা বিভাগ শিক্ষার্থীদের বৃক্ষরোপণ বাস্তবায়ন করবে। তাছাড়া, পরিবেশ ও কৃষি বিভাগ গাছের পরিচর্যা, বীজ সরবারহ এবং স্থান নির্ধারণের দায়িত্ব পালন করবে।

সূত্র: বিজনেস ইনসাইডার

এ সম্পর্কিত আরও খবর