হিজাব পরা ছিল তাই….

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ৩ | 2023-08-18 10:36:04

লন্ডনে আন্তর্জাতিক ফুড চেইন শপ ম্যাকডোনাল্ডসের একটি আউটলেটে হিজাব পরে থাকায় এক মুসলিম তরুণীকে খাবার অর্ডার করতে দেয়নি প্রহরী। লন্ডনের সেভেন সিস্টারস রোডের আউটলেটে ওই ধারণা ঘটে। ১৯ বছর বয়সী ওই তরুণীকে প্রহরী হিজাব খুলে খাবার অর্ডার করার লাইনে দাঁড়াতে বলেন। তবে ওই তরুণী হিজাব খুলতে অস্বীকৃতি জানিয়ে বলেন, ‘ধর্মীয় কারণে আমি হিজাব পরেছি। এজন্য আমি লজ্জিত নই। হিজাব পরেই আমি লাইনে দাঁড়াব এবং খাবার অর্ডার করব।’ এ সময় এক ব্রিটিশ মুসলিম তরুণ ওই তরুণীর পক্ষ নিতে গেলে প্রহরী তাকে ‘এটা তোমার ব্যাপার নয়’ বলে থামিয়ে দেন। ম্যাকডোনাল্ডস অবশ্য এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছে। প্রত্যাহার করেছে অভিযুক্ত প্রহরীকেও। সব ধর্মের গ্রাহকই তাদের কাছে সমাদৃত বলে এক বিবৃতিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এ সম্পর্কিত আরও খবর