মোদির জন্য উপোস ছিলেন স্ত্রী যশোদাবেন

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 04:21:15

ভারতের লোকসভা নির্বাচনের ফল জানতে সবাই যখন টিভির সামনে বুঁদ হয়ে বসে আছেন, তখন দ্বিতীয়বারের মতো জয়লাভ করতে যাওয়া ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদির স্ত্রী যশোদাবেন স্বামীর বিজয় কামনায় মন্দিরে পূজা দিচ্ছেন। একই প্রত্যাশায় সকাল থেকে উপোসও ছিলেন যশোদাবেন।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের অনলাইন সংস্করণের তথ্যমতে, যশোদাবেনের চাওয়া ছিল, নরেন্দ্র মোদি যেন ৩০০-এর বেশি আসন পান। যশোদাবেন অম্বাজি মাতার মন্দিরে দিনভর প্রার্থনায় কাটিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে আনন্দবাজারের প্রতিবেদকের সঙ্গে কথা হয় যশোদাবেনের। তিনি ফোনের ওপার থেকে বলেন, ‘খুশ হুঁ। আজ ম্যায় বহত খুশ হুঁ। আমি তো এটাই প্রার্থনা করে এসেছি।’ পেছন থেকে তখন ভেসে আসছে, ঘরে চলতে থাকা টিভির শব্দ। পাশ থেকে যশোদাবেনের ভাই অশোক মোদিও জানালেন, ‘গোটা দেশের মতো আমরাও খুশি।’

জানা যায়, ভোর থেকেই উপবাস ছিলেন যশোদাবেন। একেবারেই নির্জলা। ভারতজুড়ে সকাল ৮টায় ভোটগণনা শুরু হয়। প্রথম এক ঘণ্টা টিভির দিকে তাকাননি যশোদাবেন। সকাল ৮টার দিকে বেরিয়ে পড়েন অম্বাজি মাতার মন্দিরের উদ্দেশে।

যশোদাবেন বললেন, ‘আজ বৃহস্পতিবার। গুরুবার। মানে গুরুর দিন। আমি গুরুর জন্য উপোস আছি। একই সঙ্গে অম্বাজি মাতা ও মহাকালেশ্বরের জন্যও।’ একটু থেমে বললেন, ‘মোদি যাতে ৩০০-এরও বেশি আসন নিয়ে ফের সরকারে আসেন, সেই জন্য প্রার্থনা করেছি।’

নির্বাচনী পর্বে যশোদাবেনের সঙ্গে আনন্দবাজারের প্রতিবেদকের দেখা হয়েছিল গুজরাটের মেহসানা জেলার ব্রাহ্মণওয়াড়া গ্রামে, তাঁর বাপেরবাড়িতে। তখনই জানা গেছিল নরেন্দ্র মোদির স্ত্রী পূজা আর উপোসের উপরেই থাকেন। নিয়মিত মন্দিরে যান কিনা জানতে চাইলে বলেছিলেন, ‘ওটাই তো আছে জীবনে। ভগবানকে মনপ্রাণ দিয়ে ডাকি।’ কী বলেন ভগবানকে? উত্তরে এক বাক্যে জানিয়েছিলেন, ‘সবই ওঁর (নরেন্দ্র মোদি) জন্য।’

এ সম্পর্কিত আরও খবর